বসুন্ধরা
বসুন্ধরায় ‘কীটনাশকের বিষক্রিয়ায়’ দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ১
রাজধানীতে তেলাপোকা মারার উদ্দেশ্যে প্রয়োগ করা ‘কীটনাশকের বিষক্রিয়ায়’ দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ৫ জুন) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
নিহত শিশুরা হলো- শায়েন মোবারাত জাহিন (১৫) ও তার ছোট ভাই শাহিল মোবারাত জোহান (৯)। তারা মোবারক হোসেন ও শারমিন জাহান লিমা দম্পতির সন্তান।
আরও পড়ুন: রাজধানীর বসুন্ধরায় কীটনাশক বিষ প্রয়োগের পর অসুস্থ হয়ে ৯ ও ১৫ বছর বয়সী দুই ভাইয়ের মৃত্যু
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, গ্রেপ্তার টিটু মোল্লা ওই পেস্টকন্ট্রোল সার্ভিসের কর্মচারী। তিনি শুক্রবার ভুক্তভোগীদের বাড়িতে কীটনাশক স্প্রে করেছিলেন।
তিনি জানান, সোমবার বিকালে নিহতের বাবা মোবারক হোসেন তুষার তিনজনের বিরুদ্ধে মামলা করেন।
ওসি আরও জানান, আমরা গ্রেপ্তার হওয়া টিটু মোল্লাকে জিজ্ঞাসাবাদ করছি, জিজ্ঞাসাবাদের পর আসামির সংখ্যা বাড়তে পারে।
উল্লেখ্য, গত শুক্রবার বসুন্ধরার ১ নম্বর ব্লকে তাদের নতুন বাড়িতে একটি পেস্টকন্ট্রোল সার্ভিসের কর্মীরা কীটনাশক স্প্রে করেন। কীটনাশক ব্যবহার করায় পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে একদিন বাইরে অবস্থান করে।
রবিবার পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে আসার পর কীটনাশকের বিষক্রিয়ার গন্ধে অসুস্থ হয়ে পড়ে এবং তাদের দ্রুত ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ বছর বয়সী জোহান রবিবার সকালে মারা যায় এবং ১৫ বছর বয়সী জাহিন রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
আরও পড়ুন: নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশুর মৃত্যু
চাঁদপুর জেলা কারাগারে বিএনপি নেতার মৃত্যু
১ বছর আগে
সাইফকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো বিপিএল শিরোপা জিতলো বসুন্ধরা
ঢাকা, ১৮ জুলাই (ইউএনবি)-সাইফ স্পোর্টিংকে ২-০ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের শিরোপা জিতেছে বসুন্ধরা কিংস।
সোমবার মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি হয়।
সোমবারের ম্যাচের পূর্বে কিংস ১৯ ম্যাচে ৪৯ পয়েন্ট অর্জন করে। টানা তৃতীয়বারের মতো শিরোপা জিততে বাকি তিন ম্যাচ থেকে তাদের প্রয়োজন ছিল মাত্র একটি জয়।
আরও পড়ুন: ফিফা নারী ফুটবল: মালয়েশিয়াকে ৬-০ গোলে বিধ্বস্ত করল বাংলাদেশ
আকাশী নীল ব্রিগেড টানা তিনবারসহ রেকর্ড ছয়বার বিপিএল শিরোপা জিতেছে।
চূড়ান্ত বাঁশি বাজানোর পরপরই কিংসের খেলোয়াড় ও কর্মকর্তারা চ্যাম্পিয়নদের জার্সি পরে মাঠে উদযাপন শুরু করেন।
ম্যাচের ২৯তম মিনিটে মিডফিল্ডার মতিন মিয়া কিংসকে ১-০ গোলে এগিয়ে নিয়ে যান।
৩৭তম মিনিটে ডিফেন্ডার ইয়াসিন আরাফাত লাল কার্ড পেলে ১০ জন খেলোয়াড় নিয়ে বাকি সময় খেলতে হয় কিংসকে।
মতিন মিয়ার পরিবর্তে খেলতে নামা বিপ্লব আহমেদ ম্যাচের ৮১তম মিনিটে কিংসের হয়ে দ্বিতীয় গোলটি করেন এবং এতে ২-০ গোলে এগিয়ে যায় দলটি।
আরও পড়ুন: বাংলাদেশে ফিফা বিশ্বকাপ ট্রফিকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী
সাইফের বিপক্ষে এটি কিংসের টানা দ্বিতীয় জয়। প্রথম পর্বে সাইফকে ৪-৩ গোলে হারায় তারা।
২০ ম্যাচে ১৬ জয়, তিন ড্র ও একটি হার নিয়ে ৫১ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়নের মুকুট লাভ করে কিংস।
স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে কিংসের চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে রয়েছে।
২৪ জুলাই ঢাকা আবাহনী ও ৩০ জুলাই শেখ জামাল ডিসির বিপক্ষে বাকি দুটি লিগ ম্যাচ খেলবে কিংস। তবে এই দুই ম্যাচের ফলাফল পয়েন্ট টেবিলে তাদের অবস্থানকে প্রভাবিত করবে না।
২ বছর আগে
বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ইউএনবির প্রতিনিধি মো. আরজু
সাংবাদিকতায় অবদানের জন্য বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১ পেয়েছেন ইউএনবির ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ আরজু।
সোমবার রাতে রাজধানীর স্থানীয় একটি সেন্টারের অ্যাওয়ার্ড হিসেবে ক্রেস্ট, সম্মাননাপত্র ও এক লাখ টাকা তার হাতে তুলে দেয়া হয়।
অনুভূতি ব্যক্ত করে সাংবাদিক মোহাম্মদ আরজু বলেন, 'বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১ এ আমার নাম অন্তর্ভুক্ত হওয়ায় দীর্ঘ সাংবাদিকতার জীবনে অনেক বড় স্বীকৃতি। যা জীবনে স্মরণীয় হয়ে থাকবে।'
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় অসহায়দের বাড়ি বাড়ি খাদ্য সহায়তা পৌঁছে দিলেন ইউএনও
তৃণমূল সাংবাদিকতায় অবদান রাখার স্বীকৃতিস্বরূপ প্রতিটি জেলা থেকে একজন করে মোট ৬৪ জন গুণী সাংবাদিককে সম্মাননা দেয়া হয়। এছাড়া রাজধানীর ১১ জনকে অনুসন্ধানী সাহসী সাংবাদিকতায় অবদান রাখায় অ্যাওয়ার্ড দিয়েছে প্রতিষ্ঠানটি।
আয়োজক কমিটির আহ্বায়ক ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম ও ‘বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১’-এর জুরিবোর্ডের প্রধান অধ্যাপক ড. মো. গোলাম রহমান উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: করোনা: ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ সদস্যদের শারীরিক অনুশীলনের নির্দেশনা
প্রসঙ্গত, জমকালো আয়োজনে দেশে প্রথমবারের মতো মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করেন শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ।
২ বছর আগে
বছরের সবচেয়ে বড় কনসার্ট ‘ঢাকা রক ফেস্ট ২.০’ হবে ২৩ ডিসেম্বর
বছর শেষে জমে উঠেছে কনসার্টের আমেজ। আগামী ২৩ ডিসেম্বর দেশের সবচেয়ে বড় কনসার্ট ‘ঢাকা রক ফেস্ট ২.০’ আয়োজন করছে মোবাইল নেটওয়ার্ক প্রতিষ্ঠান বাংলালিংক ।
বুধবার বাংলালিংক এর অফিসে আয়োজক, শিল্পী, সকল পার্টনার ও বাংলালিংক-এর উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে এই আয়োজনের ঘোষণা দেয়া হয়।
এসময় বলা হয়, আগামী ২৩ ডিসেম্বর দুপুর ১২টায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি)‘ঢাকা রক ফেস্ট’ অনুষ্ঠিত হবে। এই আয়োজনে পারফর্ম করবে অর্থহীন, ওয়ারফেজ, ক্রিপ্টিকফেট, অ্যাভয়েড রাফা, ইন্দালোসহ দেশের জনপ্রিয় রক ব্যান্ডগুলো।
আরও পড়ুন: দেশের ফাসটেস্ট মোবাইল নেটওয়ার্ক হিসেবে ওকলা’র স্বীকৃতি পেলো বাংলালিংক
আয়োজকদের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত বলেন, ‘আমরা সবসময়ই তরুণদের জন্য আয়োজিত সকল বিশেষ প্রোগ্রাম ও সাংস্কৃতিক কর্মকান্ড সক্রিয়ভাবে সমর্থন ও প্রচার করে এসেছি। এরই অংশ হিসেবে বছর শেষের এই আনন্দঘন আয়োজনে আমরা ঢাকা রক ফেস্টের সাথে যৌথভাবে কাজ করছি। রক সঙ্গীত নিঃসন্দেহে দেশের সবচেয়ে জনপ্রিয় সঙ্গীত ধারাগুলোর একটি এবং দেশে এর অসংখ্য ভক্তও রয়েছে। দ্বিতীয়বারের মতো ভক্তদের জন্য দেশের সবচেয়ে বড় রক মিউজিক্যাল ইভেন্টের আয়োজন করতে পেরে আমরা সত্যিই আনন্দিত।’
আরও পড়ুন: বাংলালিংক ইনোভেটর্স ৪.০ বিজয়ী দলের নাম ঘোষণা
বাংলালিংক প্রিয়জন গ্রাহকদের প্রাভা হেলথে ১৫ শতাংশ পর্যন্ত ছাড়
২ বছর আগে
বসুন্ধরায় বিপ্রপার্টির নতুন মার্কেটপ্লেস
প্রপার্টির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে দেশের একমাত্র কমপ্লিট রিয়েল এস্টেট সলিউশন প্রোভাইডার কোম্পানি বিপ্রপার্টি সম্প্রতি বসুন্ধরা আবাসিক এলাকায় একটি নতুন মার্কেটপ্লেস খুলেছে। ঢাকা শহরে অবস্থিত বিপ্রপার্টির মার্কেটপ্লেসের তালিকায় অষ্টম মার্কেটপ্লেস হিসেবে যুক্ত হলো বসুন্ধরা মার্কেটপ্লেস। বসুন্ধরা এবং এর আশপাশের এলাকার বাসিন্দাদের জন্য রিয়েল এস্টেটে বিনিয়োগ আরও সহজ ও নিশ্চিন্তে করতে বিপ্রপার্টির নতুন এই উদ্যোগ নেয়া।
২০২১ সালের প্রথম তিন প্রান্তিকে বিপ্রপার্টির ওয়েবসাইটে উল্লেখযোগ্য আকারে প্রপার্টির লিস্টিং যোগ করা হয়েছে। ঢাকা থেকে প্রায় ৭০ হাজারেরও বেশি লিস্টিং যোগ হয়েছে এই তালিকায়, যার মধ্যে প্রপার্টি বিক্রির জন্য ৭ দশমিক ৫ শতাংশ লিস্টিং এসেছে কেবল বসুন্ধরা আবাসিক এলাকা থেকে।
একইভাবে ঢাকা থেকে ভাড়ার জন্য যত প্রপার্টি যোগ করা হয়েছে তার প্রায় ৩ শতাংশ এসেছে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে। এছাড়াও ২০২০ সালের প্রথম তিন প্রান্তিকের তুলনায় বসুন্ধরায় প্রপার্টি ক্রয়ের চাহিদা বেড়েছে ২৪৩ শতাংশ এবং প্রপার্টি ভাড়ার চাহিদা বেড়েছে ৭৪ শতাংশ। ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত চাহিদা অনুযায়ী প্ল্যাটফর্মে প্রপার্টি সরবরাহের অনুপাত ছিল ৩:১।
৩ বছর আগে
জামায়াতের সেক্রেটারি জেনারেলসহ ১০ নেতাকর্মী আটক
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলটির ১০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যার পর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে পুলিশ তাঁদের আটক করে।
ঢাকা মহানগর পুলিশের (মিডিয়া) অতিরিক্ত উপকমিশনার ইফতেখায়রুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
আটক অন্য ব্যক্তিরা হলেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আবদুর রব, ইজ্জত উল্লাহ ও মোবারক হোসাইন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত এবং দলের অফিসের তিনজন কর্মচারী।
আরও পড়ুন: জামায়াত নিষিদ্ধে সরকারের কিছু করার নেই: প্রধানমন্ত্রী
ইফতেখায়রুল ইসলাম বলেছেন, জামায়াতে ইসলামীর কিছু নেতা গোপন বৈঠকে মিলিত হয়েছেন- এমন সংবাদের ভিত্তিতে বসুন্ধরার ওই বাড়িতে ডিএমপির একটি দল অভিযান চালিয়ে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলটির বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে।
এদিকে এক বিবৃতিতে জামায়াতে ইসলামী এই আটকের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং আটক নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে। সোমবারের এই বৈঠক নিয়মিত বৈঠকের একটি অংশ বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
আরও পড়ুন: বিএনপি-জামায়াতের নির্যাতনের শিকার নারীকে প্রধানমন্ত্রীর আর্থিক সহযোগিতা
৩ বছর আগে
মুনিয়ার মৃত্যু: বসুন্ধরার এমডিসহ ৮ জনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা
রাজধানীর গুলশান এলাকায় কলেজ ছাত্রী মোসারাত জাহান মুনিয়ার আত্মহত্যার ঘটনায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরসহ আটজনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা দায়ের হয়েছে। সোমবার মুনিয়ার বোন নুসরাত জাহান তানিয়া ঢাকার ৮ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন।
অন্য সাত আসামি হলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহ আলম; শাহ আলমের স্ত্রী আফরোজা বেগম; আনভীরের স্ত্রী সাবরিনা সায়েম; ফারিয়া মাহবুব পিয়াশা; সাইফা রহমান মিম; ফ্ল্যাটের বাড়িওয়ালা ইব্রাহিম আহমেদ রিপন এবং তার স্ত্রী শরমিম আক্তার।
বিচারক মাফরোজা পারভিন অভিযোগকারী তানিয়ার বক্তব্য রেকর্ড করেন। শুনানি শেষে বিচারক পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) সাত কার্যদিবসের মধ্যে এ বিষয়ে একটি প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন।
এর আগে ১৯ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে মুনিয়ার আত্মহত্যার প্ররোচনার অভিযোগ থেকে অব্যাহতি দেন।
আরও পড়ুন: মুনিয়া আত্মহত্যা প্ররোচনা মামলা: আনভীরকে অব্যাহতি
১৯ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান আনভীরের মুক্তি চেয়ে আদালতে একটি চূড়ান্ত প্রতিবেদন জমা দেন।
তদন্তকারী কর্মকর্তার জমা দেয়া চূড়ান্ত প্রতিবেদনে মুনিয়ার আত্মহত্যা প্ররোচনা মামলায় বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীর দোষী সাব্যস্ত হননি এবং তার নাম বাদ দেয়ার অনুরোধ করেন তিনি।
গত ২৬ এপ্রিল রাতে গুলশানের একটি ফ্ল্যাট থেকে মুনিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মুনিয়ার বড় বোন নুসরাত জাহান তানিয়া বাদী হয়ে সেই রাতেই বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে মামলা করেন।
আরও পড়ুন: মুনিয়া আত্মহত্যা প্ররোচনা মামলার চূড়ান্ত প্রতিবেদনে বোনের নারাজি
গুলশানে তরুণী নিহত: বসুন্ধরার এমডির বিরুদ্ধে মামলা
৩ বছর আগে