বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান করোনা টেস্টে পজিটিভ হয়েছেন। করোনা শনাক্ত হওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে ১৫ মে চট্টগ্রাম অনুষ্ঠেয় প্রথম টেস্ট খেলা হচ্ছে না সাকিবের।
মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ তথ্য নিশ্চিত করেছে।
বিসিবি সাকিবের বদলে অন্য কাকে নেবে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে ব্যক্তিগত কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি সাকিব।
তবে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে অংশ নেন এই অলরাউন্ডার।
শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৫ মে, দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৩ মে ঢাকায়।
বাংলাদেশ দল ইতোমধ্যে চট্টগ্রামে এবং শ্রীলঙ্কা ১০ ও ১১ মে বিকেএসপিতে দুদিনের অনুশীলন ম্যাচ খেলতে ব্যস্ত। এই অনুশীলন ম্যাচের পর তারা চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবে।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরছেন সাকিব
পারিবারিক সমস্যা সত্ত্বেও দ. আফ্রিকায় খেলা চালিয়ে যাবেন সাকিব