প্রাথমিকভাবে ২৭ ফেডারেশনের এক হাজার ক্রীড়াবিদকে ১০ হাজার টাকা করে প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
বুধবার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের অংশগ্রহণে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভা শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘পুরো বিশ্ব আজ স্থবির। এই করোনা দুর্যোগে সব মানুষই ক্ষতিগ্রস্থ হচ্ছে। ক্রীড়াঙ্গনও তার বাইরে নয়। ভাইরাসটি এমন সময় আক্রমণ করেছে যখন সব ধরণের খেলাই চলছিল। যেগুলো খেলোয়াড়দের বছরের একটা আয়ের উৎস। খেলা বন্ধ হওয়ার কারণে সকলেই ক্ষতিগ্রস্থ হয়েছেন।’
তিনি বলেন, ‘প্রথম ধাপে আমরা বিভিন্ন ফেডারেশন থেকে প্রায় এক হাজার অসহায় ক্রীড়াবিদদের সহায়তা দেবো। প্রথম ধাপে ২৭ ফেডারেশন থেকে যাদের সহায়তা না দিলেই নয় তাদের তালিকা আনছি। প্রত্যেককে আমরা ১০ হাজার টাকা করে দেয়ার পরিকল্পনা করছি।’
ঈদের পর ক্রীড়াঙ্গনে সম্মানী ভাতার ব্যবস্থা করা হবে উল্লেখ করে ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল আরও বলেন, ‘৬৪ জেলাকে আমরা চিঠি দিচ্ছি। করোনায় যারা ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের প্রতিমাসে ২ হাজার টাকা করে এককালীন ২৪ হাজার টাকা প্রদান করা হবে। তাতে ক্রীড়াবিদরা কিছুটা হলেও উপকৃত হবে।’