বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা ও এর আশেপাশের এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে এবং আজ সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা খারাপ আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া অফিস।
ঢাকায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) সন্ধ্যায় জানিয়েছে, বৃষ্টির প্রভাবে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
আবহাওয়া অফিস তার সর্বশেষ বুলেটিনে জানিয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: আবহাওয়ার পূর্বাভাস: ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে
এতে বলা হয়েছে, সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ২৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাজশাহীতে।
রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের কারণে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্লাবিত হয়েছে।
টানা বৃষ্টিতে নগরীর বসপাড়া ও তেরখাদা এলাকাসহ বিভিন্ন এলাকার বহু বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। কয়েকটি মাধ্যমিক স্কুলের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আরও পড়ুন: সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর