বাংলাদেশি কৃষি উদ্যোক্তাদের সঙ্গে নেদারল্যান্ডের কৃষি ও প্রযুক্তি উদ্যোক্তাদের মাঝে হর্টিকালচার, পশুসম্পত্তি, পোল্ট্রি ও মৎস খাতে সুস্পষ্ট অংশিদারিত্ব তৈরিতে এগ্রি-বিজনেস কনক্লেভ আয়োজন করছে বাংলাদেশ দূতাবাস। আগামী ৩০ মে এই সভা অনুষ্ঠিত হবে।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কনক্লেভে বাংলাদেশ থেকে কৃষি ও খাদ্যশিল্পে নিয়োজিত ৪০ জন প্রতিষ্ঠিত ব্যবসায়ী/উদ্যোক্তা যোগ দেবেন। এ পর্যন্ত প্রায় ৩০টি ডাচ প্রতিষ্ঠান এই সভায় অংশগ্রহণ নিশ্চিত করেছে।
বিশ্বের শীর্ষস্থানীয় কৃষি গবেষণা বিশ্ববিদ্যালয় ওয়াগেনিঙ্গেন ইউনিভার্সিটি অ্যান্ড রির্চাসের সহযোগিতায় এই সভা ওয়ার্ল্ড ক্যাফে ফরমেটে অনুষ্ঠিত হবে। ডাচ উদ্যোক্তারা বাংলাদেশি উদ্যোক্তাদের সঙ্গে বাংলাদেশে সম্ভাব্য ডাচ প্রযুক্তি-সমাধান-উদ্ভাবন ব্যবহারের মাধ্যমে নতুন বিনিয়োগ চূড়ান্তে আলোচনা করবেন।
আরও পড়ুন: কৃষি পদ্ধতির যান্ত্রিকীকরণে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী
সভার দ্বিতীয় দিন (৩১ মে) চারটি উপখাত সংশ্লিষ্ট উদ্যোক্তারা ওয়াগেনিঙ্গেন, ফ্রিজল্যান্ড, বক্সমির, ওয়ার্ল্ড হর্টি সেন্টার এ ডাচ প্রযুক্তির প্রায়োগিক দিকগুলো দেখতে যাবেন।
কৃষি প্রযুক্তি উদ্ভাবনে নেদারল্যান্ড শীর্ষে। অন্যদিকে বাংলাদেশ গত পাঁচ দশকে কৃষি উৎপাদনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করলেও অভ্যন্তরীণ ক্রমবর্ধমান চাহিদা পূরণ করে কৃষি প্রবৃদ্ধি অর্জন ও কৃষিখাতকে একটি রপ্তানিমুখী খাতে উন্নীত করতে উন্নত ডাচ কৃষি প্রযুক্তি গুরুত্বপূর্ণ হতে পারে। তাই উন্নত ডাচ কৃষি প্রযুক্তি বাংলাদেশে সূচনা করার জন্য দুই দেশের ব্যবসায়িক সংযোগ সুদৃঢ় করতে দূতাবাস নতুন উদ্যোগ হিসেবে এই কনক্লেভ আয়োজন করছে।
আরও পড়ুন: দেশে উত্তম কৃষি চর্চা নীতিমালা প্রণীত হয়েছে: কৃষিমন্ত্রী
কনক্লেভটি আয়োজনে প্রথমবারের মত দূতাবাসের সঙ্গে অংশীদার হয়েছে নেদারল্যান্ডসের কৃষি মন্ত্রণালয়, নেদারল্যান্ড এন্টারপ্রাইজ এজেন্সি, নেদারল্যান্ড ফুড পার্টনারশিপ, ডাচ-গ্রিন-হাইজ ডেল্টা, লারিভ ইন্টারন্যাশনাল, স্টান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এবং লাইট-ক্যাসেল পার্টনার্স।