আজ ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস। প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে আজ সারা বিশ্বে নানা আয়োজনে পালিত হচ্ছে দিনটি। তবে ঈদুল আজহার ছুটির কারণে বাংলাদেশে দিবসটি আনুষ্ঠানিকভাবে পালন করা হবে আগামী ২৫ জুন।
দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘প্লাস্টিক দূষণ আর নয়’। এ প্রতিপাদ্যের মধ্য দিয়ে প্লাস্টিক বর্জ্য যে জীববৈচিত্র্য, পরিবেশ এবং মানবস্বাস্থ্যের ওপর বিপর্যয়কর প্রভাব ফেলছে, সে সম্পর্কে সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।
জাতিসংঘের উদ্যোগে পরিবেশ বিষয়ক সচেতনতা ও কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার জন্য প্রতিবছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। ১৯৭৩ সালে প্রথমবার এই দিবসটি পালিত হয় এবং বর্তমানে বিশ্বের ১০০টিরও বেশি দেশে এটি উদযাপন করা হয়।
আরও পড়ুন: জাতীয় পরিবেশ পদক পাচ্ছেন ৩ ব্যক্তি ও তিন প্রতিষ্ঠান
বিশ্ব পরিবেশ দিবসের মূল লক্ষ্য হলো— পৃথিবী ও প্রকৃতিকে রক্ষার গুরুত্ব সম্পর্কে জনসাধারণকে উদ্বুদ্ধ করা এবং পরিবেশবান্ধব জীবনের চর্চা বাড়ানো। প্রতিবছরই ভিন্ন ভিন্ন প্রতিপাদ্য নিয়ে এই দিবসটি উদযাপিত হয়।
বিশ্বব্যাপী চলমান প্লাস্টিক দূষণ মোকাবিলায় এ বছরের প্রতিপাদ্যকে সময়োপযোগী ও জরুরি পদক্ষেপ হিসেবে বিবেচনা করছেন পরিবেশবিদরা।