আগামী ২৪ ঘণ্টা সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে বলে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসে জানিয়েছে।
এতে বলা হয়, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার সিলেট বিভাগের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১৩.০ ডিগ্রি এবং চট্টগ্রাম বিভাগের কুতুবদিয়ায় সর্বোচ্চ ৩৩.০ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অফিসের বুলেটিনে বলা হয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগর থেকে আগত লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ১২ ঘণ্টায় দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ তৈরি হতে পারে।
উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে বলে বুলেটিনে বলা হয়।
আরও পড়ুন: দুর্বল হচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপ: আবহাওয়া অধিদপ্তর