জাতিসংঘ শান্তিরক্ষা মিশন পরিচালিত ডিআর কঙ্গো বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের নারী শান্তিরক্ষীরা।
ব্যানএফপিইউ-১ (রোটেশন-১৪)-এর বাংলাদেশ পুলিশের নারী সদস্যরা বিমানবন্দরটির নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেছেন।
রোটেশনের কমান্ডার মেরিনা আক্তার বলেন, ‘জাতিসংঘের পতাকাতলে মর্যাদার সাথে আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। কঙ্গো বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান চ্যালেঞ্জ। আমরা আশাবাদীও যে আমরা সফল হব।’
ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন স্ট্যাবিলাইজেশন মিশন ইন ডিআর কঙ্গো (এমওএনইউএসসিও)-তে যোগদানের জন্য বাংলাদেশ পুলিশের ফিমেল ফর্মড পুলিশ ইউনিটের (এফপিইউ) একটি দল গত ১১ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করে।