শ্রোতাপ্রিয় গান ‘হোক কলরব’ খ্যাত গীতিকার ও চলচ্চিত্র নির্মাতা রাজীব আশরাফ মারা গেছেন।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রাজীবের বড় ভাই আশরাফুল আলম বাবু এবং তার বন্ধু ও সংগীতশিল্পী সিনা হাসান গণমাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
সিনা বলেন, রাজীব কিছুদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন এবং গতকাল রাতে তার অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শুক্রবার বাদ আসর বায়তুল মোকাররম মসজিদে রাজীবের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এরপর মিরপুর-১১ জান্নাতুল মাওয়া কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানান তিনি।
বিভিন্ন অঙ্গনের তারকা এবং তার ঘনিষ্ঠজনরা বিখ্যাত এই গীতিকারের অকাল মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বাংলাদেশের শহুরে সঙ্গীতের আধুনিক যুগের অন্যতম প্রতিভাবান এবং বহুমুখী গীতিকার হিসেবে রাজীব আশরাফ সঙ্গীতশিল্পী অর্ণবের সঙ্গে করা তার কাজের জন্য ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন।
অর্ণবের দ্বিতীয় স্টুডিও অ্যালবামের টাইটেল ট্র্যাক ‘হোক কলরব’ দিয়ে রাজীব তার গানের জন্য সঙ্গীতপ্রেমীদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন।
আরও পড়ুন: কবি মোহাম্মদ রফিক আর নেই
এই জুটি তখন ‘প্রকৃত জল’, ‘নাম ছিল না’, ‘ঘুম’, ‘ধূসর মেঘ’, ‘রোদ বলেছে হবে’, ‘প্রতিধ্বনি’, ‘একটা মেয়ে’ সহ কয়েকটি দর্শকপ্রিয় গানে কাজ করেছিলেন।
রেদোয়ান রনির চলচ্চিত্র ‘আইসক্রিম’ এর জন্য তার লেখা ‘মন খারাপের একটা বিকেল’ ও ‘বোকা চাঁদ’ গানগুলোও প্রশংসিত হয়।
তিনি সেলুলার কোম্পানি এয়ারটেল-এর নির্মিত টেলিফিল্মের জন্যও গান লিখেছেন।
যার মধ্যে জনপ্রিয় কিছু গান হলো-‘জলকণা উড়ে যায়’, ‘ভালবাসি তাই ভালবেসে যাই’ প্রভৃতি।
এছাড়াও তিনি বাংলালিংক, মোজো ও সেভেন আপসহ বিভিন্ন কোম্পানির জন্য জিঙ্গেল লিখেছেন।
বাণিজ্যিক ও ডকুমেন্টারি ফিল্ম মেকিং ইন্ডাস্ট্রিতে একজন সৃজনশীল ব্যক্তিত্ব রাজীব বিভিন্ন সৃজনশীল সংস্থার হয়ে কাজ করেছেন এবং বাংলাদেশ গেমসের উপর একটি চলচ্চিত্রও নির্মাণ করেছেন।
রাজীব আশরাফ আশুতোষ সুজনের ‘টিনের তলোয়ার’, অনিমেষ আইচের ‘হলুদ’, নুরুল আলম আতিকের ‘মজিদের টেলিভিশন’ এবং অমিতাভ রেজার ‘একটা ফোন করা যাবে প্লিজ’সহ বিভিন্ন নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন।
এই বছরের আগস্টে রাঙা সকাল’ টক শোর অংশ হিসেবে তার শেষ টেলিভিশন সাক্ষাৎকারটি মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হয়েছিল।
আরও পড়ুন: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বুলবুল মহলানবীশ আর নেই