প্রায় ছয় মাস বন্ধ রাখার পর ভারত তাদের উদ্বৃত্ত করোনা টিকা আগামী মাস (অক্টোবর) থেকে রপ্তানি শুরু করবে। প্রথমে বাংলাদেশসহ প্রতিবেশি দেশগুলো অগ্রাধিকার পাবে।
ঢাকায় ভারতীয় হাইকমিশন জানায়, ‘দেশটির স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, সরকার উদ্বৃত্ত টিকা থেকে রপ্তানির পাশাপাশি আগের মতো অনুদানও দেবে। এক্ষেত্রে প্রতিবেশিরাই বেশি গুরুত্ব পাবে।’
হাইকমিশন বলছে, ‘শিগগিরই যুক্তিসঙ্গত পরিমাণে সরবরাহ শুরু হবে। এক্ষেত্রে বাংলাদেশের মতো দেশগুলোকে অগ্রাধিকার দেয়া হবে। চলতি বছরের এপ্রিল থেকে ভারত টিকা রপ্তানি বন্ধ রেখেছে।’
ভারতের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মন্দাভিয়া বলেন, ‘উদ্বৃত্ত টিকা কোভিড-১৯ এর বিরুদ্ধে সম্মিলিত লড়াইয়ে ভারতের প্রতিশ্রুতি পূরণে সরবরাহ করা হবে, তবে ভারতীয়দের টিকা দেয়া সরকারের ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ থাকবে।’
আরও পড়ুন: চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে ভারতের টিকা পাওয়ার বিষয়ে আশাবাদী: পররাষ্ট্রমন্ত্রী