লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ শহীদ ইসলাম ওরফে কাজী পাপুল ও তার স্ত্রীসহ চারজনের বিরুদ্ধে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বুধবার মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের পরিচালক (মিডিয়া) প্রণব কুমার ভট্টাচার্য ইউএনবিকে জানান, দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন ঢাকার সমন্বিত অফিস -১ এ এমপি শহীদ ও তার স্ত্রী সংরক্ষিত আসনের এমপি সেলিনা ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
মঙ্গলবার নিয়মিত বৈঠকে কমিশন মামলাটি অনুমোদন দেয়।
দম্পতির কন্যা ওয়াফা ইসলাম, পাপুলের শ্যালিকা জেসমিন আক্তারকেও ১৪৮ কোটি টাকার অবৈধ লেনদেন এবং প্রায় ২ কোটি ৩১ লাখ টাকার সম্পত্তি গোপন করার অভিযোগে মামলায় আসামি করা হয়েছে।
শহীদ বর্তমানে কুয়েতের কারাগারে আছেন।
মানবপাচার, ভিসা বাণিজ্য ও অর্থ পাচার সম্পর্কিত মামলায় শহীদকে জুনে কুয়েতে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সেখানে কারাগারে পাঠানো হয়।