শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফ্লাইটটি কলম্বোতে যাত্রাবিরতি শেষে শুক্রবার রাত পৌনে ১টায় (স্থানীয় সময়) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
বাংলাদেশ ও অস্ট্রেলিয়া কর্তৃপক্ষের সহায়তায় এবং ভিক্টোরিয়ান বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশন (ভিবিসিএফ) ও মিল্টন ট্র্যাভেল সেন্টারের সক্রিয় সহযোগিতায় ক্যানবেরার বাংলাদেশ হাইকমিশন এ ফিরতি ফ্লাইটের ব্যবস্থা করেছে। ক্যানবেরার বাংলাদেশ হাইকমিশন সাবিক ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বাংলাদেশ হাইকমিশন করোনাভাইরাসের কারণে অস্ট্রেলিয়ায় সব বাংলাদেশির প্রাথমিকভাবে ‘নিডস অ্যাসেসমেন্ট’ এর জন্য ব্যবস্থা গ্রহণ করে। এতে অস্ট্রেলিয়ায় আটকা পড়া ৩৪০ বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক দেশে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেন।
অস্ট্রেলিয়ায় আটকে পড়া তিন শতাধিক বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক দেশে ফিরতে চায়- এমন অনুমানের ভিত্তিতে হাইকমিশন অস্ট্রেলিয়া থেকে বিশেষ ফ্লাইটের অনুমতি নিয়ে বাংলাদেশ কর্তৃপক্ষের নীতিগত অনুমোদনের মাধ্যমে সিডনি থেকে ঢাকায় একটি চার্টার ফ্লাইটের ব্যবস্থা করার চেষ্টা করে।
পরে আটকা পড়া বাংলাদেশিদের কাছ থেকে চাহিদা কমে আসায় হাইকমিশন মেলবোর্ন থেকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের এ চার্টার ফ্লাইট পরিচালনা করে।
সব যাত্রীদের প্রস্থানের সময় জানানোর তিন দিনের মধ্যে আপ-টু-ডেট কোভিড-১৯ উপসর্গমুক্ত বা পরীক্ষায় নেগেটিভ এসেছে এমন ছাড়পত্র সংগ্রহ করতে বলা হয়।
বাংলাদেশ হাইকমিশন ভিবিসিএফ, মিল্টন ট্র্যাভেল সেন্টার, সিডনিতে বাংলাদেশ কনসুলেট জেনারেল এবং শ্রীলঙ্কান এয়ারলাইন্সকে নির্ধারিত ফ্লাইট পরিচালনা করার জন্য ধন্যবাদ জানিয়েছে।