বাংলাদেশি নাগরিক
মিয়ানমার থেকে দেশে ফিরছেন ১৭৩ বাংলাদেশি
মিয়ানমারের রাখাইন রাজ্যের সিতওয়ে কারাগার থেকে বুধবার ১৭৩ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরবেন।
ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাস জানায়, রাখাইন রাজ্যে সংঘাতের কারণে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকতে বাধ্য হওয়া মিয়ানমারের প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ফিরিয়ে আনতে মিয়ানমার নৌবাহিনীর চিন ডুইন জাহাজে করে তাদের ফেরত পাঠানো হবে।
বুধবারের মধ্যে জাহাজটি বাংলাদেশ ভূখণ্ডে পৌঁছাবে এবং ওই সময় বাংলাদেশি নাগরিকদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: রোহিঙ্গাদের প্রত্যাবাসনে প্রকৃত রাজনৈতিক সদিচ্ছা প্রদর্শন করুন: জাতিসংঘে মিয়ানমারকে বাংলাদেশ
১৭৩ বাংলাদেশির মধ্যে কক্সবাজারের ১২৯ জন, বান্দরবানের ৩০ জন, রাঙামাটির ৭ জন এবং খাগড়াছড়ি, নোয়াখালী, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজবাড়ী, নরসিংদী ও নীলফামারী জেলার একজন করে রয়েছেন।
মিয়ানমারের জাহাজটির বাংলাদেশে সম্ভাব্য সফরের তথ্য পাওয়ার পর মিয়ানমারে কারাগারে থাকা বাংলাদেশিদের ফেরত পাঠানোর সুযোগ কাজে লাগাতে তৎপর হয় ইয়াঙ্গুনের বাংলাদেশ দূতাবাস। এরপরই তারা পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট মিয়ানমার কর্তৃপক্ষের কাছে বিষয়টি উত্থাপন করে।
দূতাবাস মিয়ানমারে বিভিন্ন কারাগারে থাকার পর মেয়াদ শেষ হওয়া বা ক্ষমাপ্রাপ্ত বাংলাদেশি নাগরিকদের মধ্যে ১৪৪ জনকে নির্বিঘ্নে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষকে অনুরোধ করে।
এছাড়াও ২৯ জন যাচাই করা বাংলাদেশি নাগরিক যারা এখনো কারাদণ্ড পাচ্ছে বা বিচারাধীন অবস্থায় রয়েছে তাদের মুক্তি দেওয়ার জন্য অনুরোধ করে। মিশনের প্রচেষ্টায় এই ২৯ জনকেও ক্ষমা করে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
এর আগে গত বছরের ৩ অক্টোবর দুই দেশের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরে আসে ২৯ বাংলাদেশি। সর্বশেষ বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবর্তনের পর থেকে ইয়াঙ্গুনের বাংলাদেশ দূতাবাস এবং সিতওয়েতে বাংলাদেশ কনস্যুলেট বাকিদের ফিরিয়ে আনতে ‘অবিচলভাবে’ কাজ করছে।
ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ কনস্যুলেট ও সিতওয়ের প্রতিনিধিরা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে যাচাই-বাছাই প্রক্রিয়া পরিচালনা এবং প্রত্যাবর্তনকারীদের অনুকূলে ট্রাভেল পারমিট ইস্যু করতে সশরীরে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: মিয়ানমার সীমান্তে আগের মতো পরিস্থিতি সৃষ্টি হবে না: পররাষ্ট্রমন্ত্রী
৭ মাস আগে
বাংলাদেশি নাগরিকদের সব ধরনের ভিসা প্রদান স্থগিত করেছে ওমান
মঙ্গলবার থেকে বাংলাদেশি নাগরিকদের সব ধরনের নতুন ভিসা প্রদান স্থগিত করেছে ওমান।
মঙ্গলবার এক ঘোষণায় জানানো হয়, রয়্যাল ওমান পুলিশ কিছু ধরনের ভিসা প্রাপ্তির নীতিমালা পর্যালোচনার মধ্যে ওমান সালতানাতে আগত সমস্ত জাতীয়তার জন্য সমস্ত ধরনের পর্যটন এবং ভ্রমণ ভিসাকে ওয়ার্ক ভিসায় রূপান্তর স্থগিত করার ঘোষণা দিয়েছে।
এতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
আরও পড়ুন: সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য সব সহিংস ঘটনা পর্যালোচনা করবে যুক্তরাষ্ট্র
ওয়ার্ক ভিসার জন্য বায়োমেট্রিক্স বাধ্যতামূলক করল সৌদি দূতাবাস, বুধবার চট্টগ্রামে সেন্টার চালু
১ বছর আগে
২ বাংলাদেশি নাগরিকের সম্মানসূচক ব্রিটিশ পুরস্কার লাভ
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন তানাজ্জীনা কোরেশিকে সম্মানসূচক মেম্বার অব মোস্ট এক্সেলেন্ট অর্ডার অফ দ্যা ব্রিটিশ এম্পায়ার (এমবিই) এবং লিনুচ প্রদীপ গোমসকে ব্রিটিশ এম্পায়ার মেডেল (বিইএম) পুরস্কার প্রদান করেছেন।
সোমবার ঢাকায় ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
তানাজ্জীনা কোরেশি বাংলাদেশেস্থ ব্রিটিশ হাইকমিশনের ওয়ার্ক অ্যান্ড পেনশন বিভাগে তার অসামান্য অবদানের জন্য এই সম্মানে ভূষিত হন। বাংলাদেশে অবস্থানরত যে সকল ব্যক্তি যুক্তরাজ্যের পেনশন ও অন্যান্য সুবিধা পাওয়ার যোগ্য তাদের সেবায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
লিনুচ প্রদীপ গোমেস বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে ৩০ বছরের বেশি সময় ধরে ‘বাটলার’ হিসেবে অসামান্য অবদান রেখেছেন এবং উচ্চ পর্যায়ের সেবা প্রদান করার মাধ্যমে বাসভবনে আগত বহু অতিথির স্বাচ্ছন্দ্য নিশ্চিত করেছেন ।
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, আমি যুক্তরাজ্যের মহামান্য রানীর পক্ষ থেকে তানাজ্জীনা কোরেশি এবং লিনুচ প্রদীপ গোমেসকে এই পুরস্কার প্রদান করতে পেরে অত্যন্ত আনন্দিত।
তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক দৃঢ় করতে এবং বাংলাদেশে যুক্তরাজ্যকে তুলে ধরতে তারা আমাদের উল্লেখযোগ্য দুইজন সহকর্মী হিসেবে কাজ করেছেন। আমি তাদের কৃতিত্বের জন্য অভিনন্দন জানাই এবং মঙ্গল কামনা করি।
পড়ুন: করোনা টিকাদানে বাংলাদেশের সাফল্যের প্রশংসা যুক্তরাষ্ট্রের
হস্তক্ষেপ না করার নীতিতে ঢাকার সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চায় বেইজিং
২ বছর আগে
পাচার হওয়া অর্থ ফেরত আনতে ব্যাংকগুলোকে প্রচারণা চালানোর নির্দেশ
বিদেশে বাংলাদেশি নাগরিকদের উপার্জিত অপ্রদর্শিত অর্থ মাত্র সাত শতাংশ কর দিয়ে দেশে পাঠাতে তাদের উৎসাহিত করতে তফসিলি ব্যাংকগুলোকে প্রচারণা চালানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশি নাগরিকদের অপ্রদর্শিত আয় ও পাচার করা অর্থ ফেরত আনার লক্ষ্যে সম্প্রতি প্রণীত ‘আয়কর অধ্যাদেশ’ অনুযায়ী এই প্রচারণা চালানো হবে।
সাত শতাংশ কর পরিশোধ করে বিদেশে যে কোনো উপায়ে অর্জিত আয় আয়কর রিটার্নে প্রদর্শন করতে পারবেন বাংলাদেশি নাগরিকরা। এই ধরনের আয় ব্যাংকিং চ্যানেলে বৈধ করা হবে এবং কেউ (ব্যাংক বা অন্য কোনো সংস্থা) এই আয়ের উৎস সম্পর্কে জিজ্ঞাসা করতে পারবে না।
আরও পড়ুন: অর্থ পাচারকারীদের দায়মুক্তির সমালোচনা সংসদ সদস্যদের
সোমবার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সব তফসিলি ব্যাংকে পাঠিয়েছে।
সার্কুলারে আয়কর অধ্যাদেশের আওতায় অফশোর ট্যাক্স অ্যামনেস্টির বাস্তবায়ন ও প্রচারের কথা বলা হয়েছে।
‘অর্থ আইন, ২০২২ এর মাধ্যমে আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ধারা ১৯এফ অনুসারে ২০২২ সালের ১ জুলাই থেকে ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত সময়সীমার মধ্যে সাত শতাংশ কর প্রদান করে বাংলাদেশের বাহিরে যে কোনো রূপে গচ্ছিত অপ্রদর্শিত অর্থ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বৈধভাবে দেশে এনে আয়কর রিটার্নে প্রদর্শন করা যাবে’, সার্কুলারে যোগ করা হয়েছে।
তবে এই সাধারণ ক্ষমার সমালোচনা করে অর্থনীতিবিদ ও এনবিআরের সাবেক কর্মকর্তারা বলছেন, এর ফলে বাংলাদেশ থেকে অর্থ ও মূলধন পাচার বাড়বে।
২ বছর আগে
ইউক্রেন থেকে এক বাংলাদেশি নাগরিককে উদ্ধার করল ভারত
ভারত তার নিজেদের নাগরিক ছাড়াও যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে এক বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে।
শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, ‘আমরা একজন বাংলাদেশি নাগরিককে সরিয়ে নিয়েছি এবং একজন নেপালি নাগরিকের কাছ থেকে সরিয়ে নেয়ার অনুরোধ পেয়েছি।’
আরও পড়ুন: পুতিনের বিচারের জন্য বিশেষ ট্রাইবুনাল চায় ইউক্রেন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিশ্চিত করেছেন যে, প্রতিবেশি দেশগুলো ভারতের কাছ থেকে তাদের নাগরিক সরিয়ে নেয়ার জন্য সহায়তা চেয়েছে।
বাগচি বলেন, ভারত পরামর্শ জারি করার পর থেকে ২০ হাজারেরও বেশি ভারতীয় ইউক্রেন সীমান্ত ছেড়েছে এবং আগামী দিনে আরও বেশি লোক ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: ইউক্রেনীয় উপকূলে বিস্ফোরণে ডুবল কার্গো জাহাজ
২ বছর আগে
লিবিয়ায় বাংলাদেশি হত্যা: দেশের ২০ মানবপাচারকারী গ্রেপ্তার
লিবিয়ায় ২৬ বাংলাদেশি প্রবাসী শ্রমিক নিহত হওয়ার পরপরই ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় দায়ের করা ২২ মানবপাচার সম্পর্কিত মামলায় ২০ সন্দেহভাজন মানবপাচারকারীকে রবিবার পর্যন্ত গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ বছর আগে
অস্ট্রেলিয়ায় আটকা পড়া বাংলাদেশিরা দেশে ফিরছেন
করোনাভাইরাস প্রাদুর্ভাব ঠেকাতে বিমান ভ্রমণ নিষেধাজ্ঞার জেরে অস্ট্রেলিয়ায় আটকা থাকা মোট ১৫৭ বাংলাদেশি নাগরিক শুক্রবার বিকালে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে করে মেলবোর্ন ত্যাগ করেছেন।
৪ বছর আগে