আমরা চিরদিন ক্ষমতায় থাকার জন্য আসেনি, নির্বাচন হলেই চলে যাব বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
তিনি বলেছেন, ‘নির্বাচন যত তাড়াতাড়ি হবে, ততই আমাদের জন্য মঙ্গল।’
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবন উদ্বোধনকালে এক সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘আমি দীর্ঘ সময় বেসিক কাজ করেছি, ডিপ্লোমেসি করেছি। এ দেশের সরকার অনেক উদার, পাহাড়ের একজন মানুষকে ডিপ্লোমেট বানিয়েছেন। এদেশের মানুষ বৈচিত্র্য বিশ্বাস করে বলেই এটা সম্ভব হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বাঙালিদের পাশাপাশি যারা পাহাড়ি আছি তারাই দিয়েছি এই বৈচিত্র্য। সুতরাং এই বৈচিত্র্য ধরে রাখতে হবে।’
আরও পড়ুন: উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’র সঙ্গে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সাক্ষাৎ
এ সময় সুপ্রদীপ চাকমা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
বক্তব্য দেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার আরেফিন জুয়েল, জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার।