ব্যাংকের মতো ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) জন্য আমানতের ক্ষেত্রে সর্বনিম্ন সাত শতাংশ এবং ঋণ দেয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ১১ শতাংশ সুদের হার নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার কেন্দ্রীয় ব্যাংক এই বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে এবং এ নির্দেশনা ১ জুলাই থেকে কার্যকর করতে আর্থিক প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে চিঠি পাঠিয়েছে।
আরও পড়ুন: ঈদে ২৩০০০ কোটি টাকার নতুন নোট ছাড়বে বাংলাদেশ ব্যাংক
প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক বলছে, কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান ঋণের ওপর উচ্চ সুদের হারের সঙ্গে আমানতের ওপর উচ্চ সুদ প্রদান করছে যা মোটেই বিনিয়োগ বান্ধব নয়।
আমানত সংগ্রহ এবং ঋণ দেয়ার ক্ষেত্রে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের জন্য একটি একীভূত ব্যবস্থা আনতে কেন্দ্রীয় ব্যাংক একটি যুক্তিসঙ্গত সুদের হার নির্ধারণ করেছে যাতে বিনিয়োগের পাশাপাশি তহবিলের খরচ কমানো যায়।