ইউএস-বাংলা এয়ারলাইন্স অন-টাইম ফ্লাইট সূচির ধারাবাহিকতা বজায় রাখতে অভ্যন্তরীণ প্রতিটি ফ্লাইটের নির্দিষ্ট সময়সূচির ২০ মিনিট আগেই যাত্রীদের চেক-ইন করার অনুরোধ করা হয়েছে।
বৃহস্পতিবার ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেডের জনসংযোগ মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউএস-বাংলা এয়ারলাইন্স যাত্রা শুরুর পর থেকে গত প্রায় আট বছর যাবত ৯৮.৭% অন-টাইমে ফ্লাইট পরিচালনা করছে। অভ্যন্তরীণ সেক্টরে অন-টাইম ফ্লাইট পরিচালনার জন্য ২০২০ সালে এভিয়েশন পাক্ষিক দি বাংলাদেশ মনিটর কর্তৃক ইউএস-বাংলা সেরা অন-টাইম এয়ারলাইন্সের পুরষ্কার পেয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, অভ্যন্তরীণ রুটের ফ্লাইটগুলোকে নির্দিষ্ট সময়সূচির ২০ মিনিট আগে যাত্রীদের বোর্ডিং পাশসহ চেক-ইন করে অন-টাইমে পরিচালনায় সহযোগিতার অনুরোধ করেছে ইউএস-বাংলা কর্তৃপক্ষ।
ইউএস-বাংলার ফ্লাইটগুলোকে অন-টাইমে পরিচালনার জন্য সম্মানিত যাত্রীদের সহযোগিতা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হয়েছে বিবৃতিতে।
আরও পড়ুন: যাত্রী রেখে ফ্লাইট, ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগ