ইউএস-বাংলা এয়ারলাইন্স
ফুড ডেলিভারি প্ল্যাটফর্মে শতভাগ দেশীয় ‘ফুডি’র পথচলা শুরু
ফুড ডেলিভারি প্ল্যাটফর্মে যাত্রা শুরু করলো ইউএস-বাংলা এয়ারলাইন্সের সহযোগী প্রতিষ্ঠান ‘ফুডি’। বাংলাদেশে রাইডারভিত্তিক সম্পূর্ণ দেশীয় একটি ফুড ডেলিভারি সেবা প্রতিষ্ঠান এটি।
দেশের ডিজিটাল অর্থনীতির উন্নয়নে ভূমিকা রাখবে এই প্ল্যাটফর্ম।
অনলাইন অর্ডারের মাধ্যমে খাবার সরবরাহের পাশাপাশি ফুডি তরুণ সমাজকে কর্মক্ষম করে তোলার প্রচেষ্টার কথাও জানিয়েছে। ১ হাজারেরও অধিক নিজস্ব ও ৫শর বেশি ফ্রিল্যান্স রাইডারের মাধ্যমে ফুড ডেলিভারি চালিয়ে যাচ্ছে ফুডি।
রাজধানী থেকে সবগুলো জেলা শহরে ধারাবাহিকভাবে কার্যক্রম চালু করবে ফুডি। বর্তমানে রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, তেজগাঁও ও বাড্ডায় ২৪ ঘণ্টা ফুড ডেলিভারি সেবা দিচ্ছে এটি। এছাড়াও ঢাকার নিকটবর্তী গাজীপুর ও সাভার এবং চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, নারায়ণগঞ্জ, খুলনা, কক্সবাজারে ফুডির কার্যক্রম শুরু হয়েছে।
ডেলিভারি পার্টনার হিসেবে ফুডি প্ল্যাটফর্মে এরই মধ্যে লক্ষাধিক আইটেমের সম্ভার নিয়ে চার হাজারের বেশি রেস্টুরেন্ট ও শপ পার্টনার যুক্ত হয়েছে। শতভাগ দেশীয় উদ্যোক্তাদের উদ্যোগে স্বল্প সময়ে তুলনামূলক কম খরচে রুচিশীল খাদ্যপণ্য সরবরাহ করা হচ্ছে।
এছাড়াও বিভিন্ন বিশেষ দিনের জন্য বিশেষ আয়োজন রয়েছে ফুডির। বিশেষ দিনে প্রিয়জনকে পছন্দসই তাজা দেশি-বিদেশি ফুল উপহার দিতে পারেন ফুডির মাধ্যমে।
দেশজুড়ে সেবা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি রেস্টুরেন্ট, শপ ও রাইডারদের নিয়ে ফুডি ব্যবহারকারীদের জন্য সবসময় সর্বোত্তম সেবা দিতে নতুন নতুন সব আয়োজনের উদ্ভাবন চালিয়ে যাচ্ছে ফুডি।
৬ মাস আগে
সাতক্ষীরা থেকে যশোর বিমানবন্দরে ইউএস-বাংলার শাটল সার্ভিস
সাতক্ষীরা থেকে যশোর বিমানবন্দরে এসি মাইক্রোবাস সার্ভিস চালু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামী ২১ ফেব্রুয়ারি (সোমবার) থেকে প্রতিদিন দু’বার এই মাইক্রো বাস সার্ভিস চলবে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এয়ারলাইন্সটির পক্ষ থেকে জানানো হয়, প্রতিদিন সকাল সাড়ে ৭টায় ও বিকাল সোয়া ৪টায় সাতক্ষীরার ভারতীয় ভিসা সেন্টার থেকে যশোর বিমানবন্দরের উদ্দেশে মাইক্রো বাস ছেড়ে যাবে।
মাইক্রো বাস সেবা গ্রহণকারীদের যথাক্রমে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-১২৪ ও বিএস-১৩২ যশোর–ঢাকা ফ্লাইটে ভ্রমণ করার সুযোগ থাকছে।
আরও পড়ুন: যাত্রী রেখে ফ্লাইট, ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগ
একইভাবে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-১২৩ ও বিএস-১৩১ ঢাকা থেকে যশোর ফ্লাইটের যাত্রীরা যশোর বিমানবন্দরে অবতরণের পর সাতক্ষীরায় যাতায়াত করতে পারবে।
সাতক্ষীরা থেকে যশোরে যাতায়াতের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে প্রতিজনের জন্য ৩৫০টাকা।
সাতক্ষীরা-যশোর-সাতক্ষীরা রুটে শাটল সার্ভিসের সেবা পেতে যোগাযোগ করুন- ০১৭০১২১০৮৭০।
আরও পড়ুন: ইউএস বাংলার ঢাকা-দোহা ফ্লাইট পুনরায় শুরু হচ্ছে ৩১ আগস্ট
২ বছর আগে
অভ্যন্তরীণ বিমানবন্দরে যাত্রী সেবার মান বাড়াতে উদ্যোগ নেয়া হয়েছে: বেবিচক
দেশের সকল অভ্যন্তরীণ বিমানবন্দরে যাত্রী সেবার মান বৃদ্ধিসহ আধুনিকায়ন ও সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সাতটি বিমানবন্দরে অভ্যন্তরীণ টার্মিনাল আধুনিকায়ন ও সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি যাত্রী সেবার মান বাড়ানোর জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।
তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর-ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও কক্সবাজার, রাজশাহী, সৈয়দপুর, নীলফামারী এবং বরিশালে অভ্যন্তরীণ বিমানবন্দর রয়েছে।
আরও পড়ুন: অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য স্থানীয় সরকার ব্যবস্থা জোরদারে গুরুত্বারোপ: সরকারি নথি
পর্যায়ক্রমে সব অভ্যন্তরীণ বিমানবন্দরে আধুনিকায়ণের পদক্ষেপ
এ বিষয়ে জানতে চাইলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিজুর রহমান ইউএনবিকে বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সাতটি বিমানবন্দরের অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোতে যাত্রী সেবার মান বাড়ানোর কাজ চলছে।
তিনি বলেন, দেশে বর্তমানে অভ্যন্তরীণ ফ্লাইটে যাত্রী সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে শাহজালাল বিমানবন্দরে অবতরণ টার্মিনালের কাজ শুরু হয়েছে, যা দ্রুত সময়ের মধ্যে সম্প্রসারণ কাজ শেষ হবে বলে আশা করছি। এছাড়া বাকি সবগুলোতেই দ্রুত সময়ে কাজ শুরু হবে।
চেয়ারম্যান বলেন, শাহজালালের অভ্যন্তরীণ টার্মিনাল চলতি বছরের মাঝামাঝি সময়ের মধ্যে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, বিমানবন্দরগুলোর অভ্যন্তরীণ টার্মিনাল ভবনগুলো একইভাবে সম্প্রসারণ করা হবে এ জন্য একটি বাজেট ধরা হয়েছে। ইতোমধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে অনুমতি নেয়া হয়েছে।
এছাড়াও কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের রূপান্তরের কাজ চলছে। ওই কাজের অংশ হিসেবে সেখানে অভ্যন্তরীণ টার্মিনালকে আরও আধুনিকায়ন করা হবে।
বেবিচক জানায়, অভ্যন্তরীণ যাত্রীদের চাপ সামাল দেয়ার পাশাপাশি সেবার মান বাড়ানোর জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে। শাহজালালের অভ্যন্তরীণ পুরনো টার্মিনাল ভবনের দ্বিতীয় তলায় ৮ হাজার বর্গফুটের একটি ফ্লোর তৈরি করা হচ্ছে। ওই ফ্লোরের অর্ধেক অংশ জুড়ে থাকবে দুটি আন্তর্জাতিক মানের লাউঞ্জ। আর বাকি অর্ধেক জায়গায় থাকবে যাত্রীদের বসার ব্যবস্থাসহ অন্যান্য সুবিধা। থাকবে লিফটসহ শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা।
তিনি আরও জানান, শাহাজালাল বিমানবন্দরে অভ্যন্তরীন টার্মানালে আধুনিক স্ক্যানিং মেশিন নিরাপত্তা সরঞ্জাম, আন্তর্জাতিক মানের দুটি লাউঞ্জ, ৩০০ অধিক যাত্রী বসার ব্যবস্থা, স্মোকিং রুম, ডায়াপার চেঞ্জিং স্টেশন, মাদার্স কর্নার স্থাপন করা হবে।
আরও পড়ুন: ঢাকা বিমানবন্দরে ৩০ স্বর্ণের বার জব্দ, বিমানের নিরাপত্তা কর্মীসহ আটক ২
অভ্যন্তরীণ ফ্লাইটে চাপ বাড়ছে
এ বিষয়ে বেসামরিক বিমানচলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী ইউএনবিকে বলেন, বহির্বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তাল মিলিয়ে বিমানবন্দরে যাত্রী সেবার মান বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশের সকল অভ্যন্তরীণ বিমানবন্দরগুলো আরও আধুনিকায়ন ও সম্প্রসারণ করার উদ্যোগ নেয়া হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, দেশের বিদ্যমান যাত্রী পরিবহন ব্যবস্থার মধ্যে অভ্যন্তরীণ বিমান চলাচল গত কয়েক বছরে উল্লেখযোগ্য হারে যাত্রী প্রতিনিয়তই বাড়ছে। দেশের মানুষ এখন অর্থনৈতিকভাবে অনেক উন্নত হয়েছে। বিদেশি, ব্যবসায়ী, পর্যটক সময় বাঁচাতে অভ্যন্তরীণ ফ্লাইটে বেশি যাতায়ত করছে ফলে যাত্রী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সেজন্যই আমরা সকল অভ্যন্তরীণ বিমানবন্দরের কাজগুলোতে গুরুত্ব দিয়ে প্রকল্প হাতে নিয়েছি।
তিনি বলেন, চট্টগ্রাম ও কক্সবাজার অভ্যন্তরীণ ফ্লাইটে যাত্রী সংখ্যা প্রচুর হওয়ায় ঢাকায় অভ্যন্তরীণ টার্মিনালে যাত্রীদের অপেক্ষমাণ সময় আরও স্বাচ্ছন্দবোধসহ সকল সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, দেশের সকল অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোকে ঢেলে সাজানো হবে। আন্তর্জাতিক বিমানবন্দেরের সকল সুবিধা অভ্যন্তরীণ বিমানবন্দেরে কীভাবে করা যায় আমরা সে উদ্যোগ নিয়েছি।
বেবিচক জানায়, অভ্যন্তরীণ টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা আরও আপডেট করা হচ্ছে। অভ্যন্তরীণ টার্মিনালে অপরাধ ঠেকাতে নিরাপত্তা সরঞ্জাম স্থাপন করা হবে। সব রুটে নিরাপত্তা আরও জোরদার করা হবে।
পড়ুন: বিমানবন্দর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
বিমানবন্দর এবং এয়ারলাইন্স উভয় ক্ষেত্রেই সেবার মান উন্নত করা দরকার
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স ও নভোএয়ার অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করছে। তবে সবচেয়ে বেশি বিমান পরিচালনা করছে ইউএস বাংলা-এয়ারলাইন্স।
ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম ইউএনবিকে বলেন, ৭-৮ বছরে অভ্যন্তরীণ ফ্লাইটে প্রায় ৩০০ শতাংশ যাত্রী বেড়েছে। সে অনুযায়ী যাত্রীদের সুবিধা বাড়েনি। যাত্রী সেবার মান আগের অবস্থায় রয়ে গেছে।
তিনি বলেন, এয়ারলাইন্সগুলো শুধু যাত্রী সেবার মান বাড়ালে হবে না। সাথে এয়ারপোর্টও সেবার মান থাকতে হবে। মোট কথা যাত্রী সেবার মান এয়ারপোর্ট ও এয়ারলাইন্স দুটো মিলিয়েই থাকতে হবে।
তিনি বলেন, ঢাকা, কক্সবাজার ও রাজশাহীতে যাত্রী লাউঞ্জ স্থাপন করা হয়েছ। তেমনি বাকি সবগুলো অভ্যন্তরীণ বিমানবন্দরে যাত্রী লাউঞ্জসহ সকল সুযোগ সুবিধা দিয়ে যাত্রী সেবার মান বৃদ্ধি করা প্রয়োজন।
২ বছর আগে
ইউএস-বাংলার অভ্যন্তরীণ ফ্লাইটের ২০ মিনিট আগে চেক-ইনের অনুরোধ
ইউএস-বাংলা এয়ারলাইন্স অন-টাইম ফ্লাইট সূচির ধারাবাহিকতা বজায় রাখতে অভ্যন্তরীণ প্রতিটি ফ্লাইটের নির্দিষ্ট সময়সূচির ২০ মিনিট আগেই যাত্রীদের চেক-ইন করার অনুরোধ করা হয়েছে।
বৃহস্পতিবার ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেডের জনসংযোগ মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউএস-বাংলা এয়ারলাইন্স যাত্রা শুরুর পর থেকে গত প্রায় আট বছর যাবত ৯৮.৭% অন-টাইমে ফ্লাইট পরিচালনা করছে। অভ্যন্তরীণ সেক্টরে অন-টাইম ফ্লাইট পরিচালনার জন্য ২০২০ সালে এভিয়েশন পাক্ষিক দি বাংলাদেশ মনিটর কর্তৃক ইউএস-বাংলা সেরা অন-টাইম এয়ারলাইন্সের পুরষ্কার পেয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, অভ্যন্তরীণ রুটের ফ্লাইটগুলোকে নির্দিষ্ট সময়সূচির ২০ মিনিট আগে যাত্রীদের বোর্ডিং পাশসহ চেক-ইন করে অন-টাইমে পরিচালনায় সহযোগিতার অনুরোধ করেছে ইউএস-বাংলা কর্তৃপক্ষ।
ইউএস-বাংলার ফ্লাইটগুলোকে অন-টাইমে পরিচালনার জন্য সম্মানিত যাত্রীদের সহযোগিতা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হয়েছে বিবৃতিতে।
আরও পড়ুন: যাত্রী রেখে ফ্লাইট, ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগ
কক্সবাজার রুটে ইউএস বাংলার ফ্লাইট শুরু ১ জুন
ইউএস বাংলার ঢাকা-দোহা ফ্লাইট পুনরায় শুরু হচ্ছে ৩১ আগস্ট
৩ বছর আগে
মালদ্বীপে আটকেপড়া ১৫৭ বাংলাদেশিকে ফিরিয়ে আনল ইউএস-বাংলা
কোভিড-১৯ এর কারণে প্রথমবারের মতো মালদ্বীপের রাজধানী মালেতে আটকেপড়া ১৫৭ বাংলাদেশিকে ফিরিয়ে আনল ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইট।
৪ বছর আগে
অভ্যন্তরীণ রুটে প্রতিদিন ৩২টি ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা
কোভিড-১৯ মহামারির কারণে যাত্রীদের সময় চাহিদার ভিন্নতার প্রেক্ষিতে অভ্যন্তরীণ রুটে পরিবর্তিত সময় অনুযায়ী ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
৪ বছর আগে
দিল্লি, চেন্নাই থেকে ফিরেছেন আরও ৩২৮ বাংলাদেশি
ভারতে চলমান লকডাউনের ফলে আটকা পড়া ৩২৮ বাংলাদেশিকে নয়াদিল্লি ও চেন্নাই থেকে দুটি বিশেষ ফ্লাইটের মাধ্যমে শুক্রবার দেশে ফিরিয়ে আনা হয়েছে।
৪ বছর আগে
দিল্লি থেকে বাংলাদেশিদের আনতে বিশেষ ফ্লাইটের কথা ভাবছে সরকার
করোনভাইরাসের কারণে ভারতজুড়ে ঘোষিত লকডাউনে নয়াদিল্লি বা আশপাশের এলাকায় আটকা পড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে ঢাকা-দিল্লি-ঢাকা রুটে বিশেষ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে সরকার।
৪ বছর আগে
ভারতের সাথে বিমান, ইউএস-বাংলা, নভোএয়ার ও রিজেন্টের ফ্লাইট স্থগিত হচ্ছে
করোনাভাইরাসের কারণে ভারত সরকার বিশ্বের সব দেশের নাগরিকদের ভিসা স্থগিত করায় দেশটির সাথে বাংলাদেশের বিমান চলাচল স্থগিত করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার ও রিজেন্ট এয়ারওয়েজ।
৪ বছর আগে