টেলিভিশনটির এক সাংবাদিকের করোনভাইরাস ধরা পড়ায় ৩ এপ্রিল তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল।
সেই সাথে, নভেল করোনাভাইরাসে আক্রান্ত সাংবাদিকও সুস্থ আছেন।
ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও এডিটর-ইন-চিফ এম শামসুর রহমান বলেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, ইনডিপেনডেন্ট টেলিভিশনের এক কর্মী কোভিড-১৯ আক্রান্ত হওয়ার পর আমাদের যে ৪৭ সহকর্মীকে বাসায় অবস্থান করতে বলা হয়েছিল, তাদের কোয়ারেন্টাইনে থাকার সময়সীমা গত ৯ এপ্রিল শেষ হয়েছে।’
আইইডিসিআরের মতে, তারা সবাই সম্পূর্ণ সুস্থ এবং কারও শরীরে কোভিড-১৯ এর কোনো উপসর্গ পাওয়া যায়নি। তবে অতিরিক্ত সতর্কতা হিসেবে তারা আরও কয়েক দিন ছুটিতে থাকবেন বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে, জানান তিনি।
‘অন্যদিকে, আমাদের যে সহকর্মী নভেল করোনাভাইরাসে আক্রান্ত, তিনি এখনও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন। তার এখন জ্বর নেই, কেবল খানিকটা শুষ্ক কাশি রয়েছে। তার দ্রুত আরোগ্যের জন্য আমরা সবাই প্রার্থনা করছি,’ যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, ‘আমাদের এ সংকটকালে অন্য টেলিভিশনের বন্ধু-সহকর্মীরা প্রয়োজনীয় ফুটেজ সরবরাহ, কারিগরি সহযোগিতাসহ অন্যান্য সহায়তা করেছেন, তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’