আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়কপরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন কোরবানির ঈদের আগে প্রায় এক কোটি দরিদ্র ও অসহায় পরিবারকে সরকারের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেয়া হবে।
আরও পড়ুনঃ দেশে অক্সিজেনের সংকট নেই: ওবায়দুল কাদের
মঙ্গলবার সেতুমন্ত্রী তাঁর নিয়মিত ব্রিফিংয়ে বলেছেন, এই সহায়তা প্যাকেজ মহামারিতে ক্ষতিগ্রস্থ অসহায় ও শ্রমজীবী লোকদের আর্থিক ও খাদ্য সহায়তা প্রদানে সরকারের বিভিন্ন উদ্যোগের একটি অংশ।
দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার কথা উল্লেখ করে আওয়ামীলীগ নেতা তাঁর দলের সদস্যদের ত্রাণ ও প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
আরও পড়ুনঃ পদ্মা সেতুর বাস্তব কাজের অগ্রগতি ৯৩.৫০ শতাংশ: কাদের
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে বন্যায় সম্ভাব্য ক্ষয়ক্ষতি ঠেকাতে প্রশাসনকে দ্রুত প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন।
কাদের বন্যা কবলিত এলাকায় প্রশাসনের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
আরও পড়ুনঃ বাস্তবভিত্তিক সময়োপযোগী বাজেট: কাদের
তিনি বলেন, আওয়ামী লীগ সর্বদা প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রাণ ও সহায়তা নিয়ে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ায়।