ঢাকা, ২৪ আগস্ট (ইউএনবি)- ঈদুল আজহার ছুটিতে নয় দিনে ১৩৫টি সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৮৫ জন নিহত হয়েছেন বলে শনিবার জানিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা)।
সংগঠনটির তৈরি করা প্রতিবেদন অনুযায়ী, ১০ থেকে ১৮ আগস্টের মধ্যে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে।
জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে নিচার ভারপ্রাপ্ত মহাপরিচালক লিটন এরশাদ জানান, এসব দুর্ঘটনায় কমপক্ষে ৩৫৫ জন আহত হয়েছেন।
দুর্ঘটনাগুলোর জন্য তিনি দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, দ্রুতগতি ও ওভারটেক করা প্রবণতা, ফিটনেসবিহীন যানবাহন ও সড়কের খারাপ অবস্থাকে দায়ী করেন।
‘সড়কপথে যাত্রা ছিল কষ্টের। বিশেষ করে উত্তরাঞ্চলের যাত্রীদের সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয়েছে,’ যোগ করেন তিনি।
নিসচার তথ্যে দেখা যায় যে ট্রেনের সূচিতে বিপর্যয়, অবৈধভাবে টিকিট বিক্রি ও শুরুতে অনলাইনে টিকিট বিক্রি ব্যবস্থায় সমস্যা দেখা দেয়ায় রেলপথে ভোগান্তি বৃদ্ধি পায়।
তবে, নৌপথে যাত্রায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।