পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ২০৩১ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে একটি জ্ঞানভিত্তিক উন্নত দেশে পরিণত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
বৃহস্পতিবার(৯ নভেম্বর) সন্ধ্যায় ৩৩তম জার্মান ঐক্য দিবস উপলক্ষে ফ্রাঙ্কো-জার্মান দূতাবাসে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, 'আমরা বিশ্বাস করি আমাদের বন্ধু ও অংশীদাররা এই প্রচেষ্টায় আমাদের সমর্থন অব্যাহত রাখবে।’
সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকাস্থ জার্মান দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স জ্যান-রলফ জানোস্কি বক্তব্য দেন।
বাংলাদেশ এখন বিশ্বের ৩৫তম বৃহৎ অর্থনীতির দেশ।
আরও পড়ুন: পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্বিবেচনা করার আহ্বান যুক্তরাষ্ট্রের
শাহরিয়ার আলম বলেন, 'আমরা ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করতে চাই।’
ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) বাংলাদেশের সভাপতিত্বের সময়, এটি দুর্বলতাকে সহনশীলতা ও স্থিতিশীলতার মাধ্যমে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে।
শাহরিয়ার বলেন, 'আমাদের অর্থনীতি ও জ্বালানি খাতের সবুজ রূপান্তরের গৃহীত পরিকল্পনার আলোকে আমরা মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা প্রণয়ন করেছি।’
তিনি বলেন, জার্মানি প্রযুক্তি, জ্বালানি, পরিবহন, নগর উন্নয়ন, অবকাঠামো ও বর্জ্য ব্যবস্থাপনার মতো খাতে সহযোগিতার মাধ্যমে সবুজ শিল্প রূপান্তরের মাধ্যমে অর্থনীতির সবুজ রূপান্তরে এই যাত্রায় অংশীদার হতে চায়।
শাহরিয়ার বলেন, বাংলাদেশ জার্মানির সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়।
তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ ও ২০১৯ সালে জার্মানি সফর করেছেন।
আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব আরও গভীর করতে চায় যুক্তরাষ্ট্র: মুখপাত্র