বিশ্বের প্রায় ১৪টি দেশে ৩০ বছরেরও বেশি সময় ধরে কার্যক্রম পরিচালনা করা উন্নয়নমূলক সংস্থা এডুকো বাংলাদেশে তাদের পথচলার ২৫ বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন করেছে।
১৯৯৯ সাল থেকে বাংলাদেশে শিশু-শিক্ষা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিতে তাদের উন্নয়নমূলক কার্যক্রম শুরু করে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) কক্সবাজারের হোটেল সী প্যালেসে প্রায় শতাধিক উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠানটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক, মো. নাসিম আহমেদ, সিনিয়র এক্সটার্নাল রিলেশনস কোঅর্ডিনেটর, ফাইক উয়ানিক, ইন্টার সেক্টর কোঅর্ডিনেশন গ্রুপ ছাড়াও সাব সেক্টর, ইউএন ও অন্যান্য আইএনজিও, এনজিও সংস্থা ও ওয়ার্কিং গ্রপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এছাড়াও এন্টোনি ইসাক এগুইলার, বোর্ড প্রেসিডেন্ট, গুয়োমোর ট্রুডো, ডেপুটি সিইও, এনা ফরেস, বোর্ড সদস্য, এডুকো হেড কোয়ার্টারসহ এডুকোর কান্ট্রি ডিরেক্টর আব্দুল হামিদ, এডুকো হিউমেনিটেরিয়ান রেসপন্স, কক্সবাজার এর প্রধান সুমি আক্তার শিউলিসহ এডুকোর কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রোহিঙ্গা শিশুদের শিক্ষার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম কার্যক্রমের জন্য কাজ করতে হবে, যেন তারা স্বপ্ন দেখা বন্ধ না করে, আশা না হারায়। জীবনকে উপভোগ করতে পারে।
আরও পড়ুন: আস্থা ও নির্ভরতায় শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালের প্রথম বছরপূর্তি
অনুষ্ঠানে এডুকো প্রেসিডেন্ট বলেন, শিশু কিশোরদের জীবনমান সম্ভাবনাময় ও তাদের দক্ষতা উন্নয়নে এবং তাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করতে এডুকো কাজ করে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে।
ডেপুটি সিইও গুয়োমোর ট্রুডো বলেন, কোয়ালিটি এডুকেশনের পাশাপাশি এডুকো শিশুদের শিক্ষার মৌলিক চাহিদার বিষয়টিও নিশ্চিত করতে কাজ করে। কেননা শিক্ষা এমন এক ধরনের শক্তি যেটা সকল অন্যায়, নির্যাতন, শোষণ প্রতিরোধ করতে সাহায্য করে।
তিনি আরও বলেন, প্রযুক্তির অগ্রগতির ফলে যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হয়েছে যার কারণে আমরা সকল প্রান্তের শিশুদের সাথে সহজে যোগাযোগ করতে পারি। আমরা যখন মাঠ পর্যায়ে যাই, তাদের আবেগগুলো সরাসরি দেখি, তখন আমরা বুঝতে পারি আমাদের কাজ অর্থবোধক হচ্ছে কিনা।
এডুকো হিউমেনিটেরিয়ান রেসপন্স, কক্সবাজার এর প্রধান সুমি আক্তার শিউলি বলেন, আমরা আমাদের কার্যক্রমকে আরও কম্প্রিহেনসিভ করব।শিশু শিক্ষা ও সুরক্ষা নিশ্চিতে কাজ করে যাব।
অনুষ্ঠানে ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে হোস্ট কমিউনিটির স্কুলে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগীতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক, সরকারি-বেসরকারি সহ নানা উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। এছাড়াও হোস্ট কমিউনিটির শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এডুকো বাংলাদেশে কক্সবাজারসহ ১০ টি জেলায় শিশু-কিশোর, ও তরুণ-তরুণীদের জীবনমান উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে শিশু শ্রম নিরসন, হাওর অঞ্চল ও চা বাগানের শিশুদের জন্য কার্যক্রম পরিচালনা করছে। স্পেনের বার্সালোনায় এডুকোর হেড কোয়ার্টার অবস্থিত।
আরও পড়ুন: ডুয়াউক’র বর্ণিল আয়োজনে উদযাপিত ঢাবি’র শত বছর পূর্তি