ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় দীর্ঘদিনের লালিত পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধন উদযাপন করেছে।
এ উপলক্ষে দূতাবাস শনিবার রাতে বাংলাদেশের বঙ্গবন্ধু মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে।
আলোচনায় অংশ নিয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলাম বলেন, পদ্মা সেতু আমাদের গর্ব এবং এটি আমাদের গৌরব ও আত্মমর্যাদার প্রতীক।
আরও পড়ুন: পদ্মা সেতু শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বিপুল আস্থার প্রতিফলন: নেপাল
রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা বাংলাদেশের স্ব-অর্থায়নে সেতুর কাজ শেষ করে দেশের ১৮ কোটি মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছেন।
শহীদুল ইসলাম বলেন, দেশ-বিদেশের সকল ষড়যন্ত্র মোকাবিলা করে প্রধানমন্ত্রীর দূরদর্শী ও বিচক্ষণ সিদ্ধান্ত ও নেতৃত্বের পাশাপাশি দৃঢ় সংকল্প ও মনোবলের কারণে দেশের বৃহত্তম অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়েছে।
আরও পড়ুন: পদ্মা সেতু ষড়যন্ত্রকারীদের জন্য উপযুক্ত জবাব: প্রধানমন্ত্রী