কিংবদন্তি সঙ্গীত শিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর সোমবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে রাজশাহী মহানগরীর মহিষবাতান এলাকায় তার বোন ও দুলাভাইয়ের ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এক শোকবার্তায় তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস।
মেয়র তাপস বলেন, তার এ মৃত্যু শুধু সঙ্গীতাঙ্গনের জন্যই নয়, দেশের সাংস্কৃতিক আন্দোলনেরও এক অপূরণীয় ক্ষতি। তার কালজয়ী সংগীতের মাধ্যমে তিনি বেঁচে থাকবেন প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।