কোভিড-১৯ মহামারির মধ্যে টানা দ্বিতীয় বছরের মতো নাগরিক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে হজ সীমিত রাখার ঘোষণা দিয়েছে সৌদি সরকার।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানায়, জুলাইয়ের শেষের দিকে হতে যাওয়া এ বছরের হজে সর্বোচ্চ ৬০ হাজার সৌদি নাগরিক ও দেশটিতে বসবাসরতরা হজ পালনের সুযোগ পাবেন।
আজ শনিবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সাথে টেলিফোনে আলাপচারিতায়ও এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
আরও পড়ুন: হজ্জ ব্যবস্থাপনায় নতুন আইন করতে সংসদে বিল উত্থাপন
সৌদি মন্ত্রণালয় জানায়, ‘করোনাভাইরাসে মধ্যে হজের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ কোভিডে আক্রান্তের সংখ্যা এখনও মারাত্মক৷ সেই সাথে ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের কারণে নতুন ঝুঁকি তৈরি হয়েছে৷ যে কারণে এবছরও হজ সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷’
এছাড়া হজ পালনে ইচ্ছুকদের ১৮ থেকে ৬৫ বছর বয়সী এবং করোনার টিকাপ্রাপ্ত হতে হবে বলে মন্ত্রণালয় জানিয়েছে।
আরও পড়ুন: সৌদি হজ্জ বিষয়ক মন্ত্রীর সাথে রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারীর বৈঠক
গত বছরও দেশটিতে বসবাসকারী ১ হাজার লোককে নির্দিষ্ট শর্ত পূরণের পর হজ পালনের জন্য মনোনীত করা হয়েছিল।