যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টি পররাষ্ট্র সচিব লিজ ট্রাসকে তাদের দলের নতুন নেতা হিসেবে বেছে নিয়েছে এবং এর মধ্যদিয়ে দেশটির নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন লিজ ট্রাস।
সোমবার লন্ডনে দীর্ঘ দুই মাস ধরে চলা ভোটের ফল ঘোষণার মাধ্যমে ট্রাসের নির্বাচিত হওয়ার কথা জানানো হয়। এই নির্বাচনে শুধুমাত্র কনজারভেটিভ পার্টিতে চাঁদা প্রদানকারী এক লাখ ৮০ হাজার সদস্য ভোট দেয়।
প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি ও কর কমানোর প্রতিশ্রুতি দিয়ে ট্রাস তার প্রতিদ্বন্দ্বী সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাককে পরাজিত করেছেন।
জানা যায়, ট্রাস পেয়েছেন ৬০ হাজার ৩৯৯ ভোট, অন্যদিকে সুনাক পেয়েছেন ৮১ হাজার ৩২৬ ভোট।
আরও পড়ুন:মোমেন ভারতে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন না: গণমাধ্যমে ‘বাদ’ শব্দটি ব্যবহার নিয়ে প্রশ্ন দীপু মনির
মঙ্গলবার রানি দ্বিতীয় এলিজাবেথ আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে ট্রাসের নাম ঘোষণা করবেন। অনুষ্ঠানটি বাকিংহাম প্যালেসের পরিবর্তে রানীর স্কটল্যান্ডের বালমোরাল এস্টেটে অনুষ্ঠিত হবে, কেননা রানী বর্তমানে সেখানে ছুটি কাটাচ্ছেন।
গত ৭ জুলাই প্রধানমন্ত্রী বরিস জনসনের পদত্যাগ করার কথা ঘোষণা করার পর থেকেই, তার আর কোনো নীতিগত সিদ্ধান্ত নেয়ার অধিকার নেই।