ঢাকা, ১০ জানুয়ারি (ইউএনবি)- করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহনসহ বেশ কয়েকটি বিধিনিষেধ আরোপ করেছে সরকার।
সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপন জারি করে জানিয়েছে, এসব বিধিনিষেধ আগামী ১৩ জানুয়ারি থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।
করোনার নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাব ও সার্বিক করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
বিধিনিষেধগুলো হলো:
- সব ধরনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান ও সমাবেশ পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ রাখতে হবে;
- দোকান, শপিংমল, বাজার, হোটেল, রেঁস্তোরাসহ সব জনসমাগমস্থলে বাধ্যতামূলকভাবে সবাইকে মাস্ক পরতে হবে অন্যথায় আইনানুগ শাস্তির সম্মুখীন হতে হবে;