মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা ও দেশের অন্যান্য এলাকায় রেড ক্রিসেন্টের ৬৮ ইউনিট ৬৪ জেলায় হাত ধোয়ার এ বেসিনগুলো স্থাপন করেছে।
জনসেচতনতা বৃদ্ধি কার্যক্রমের অংশ হিসেবে রেড ক্রিসেন্ট এ পর্যন্ত সারা দেশের প্রায় সাড়ে ৯ লাখ মানুষের কাছে সচেতনতামূলক লিফলেটও বিতরণ করেছে।
করোনাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সম্পর্কিত বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির পাশাপাশি অসহায় ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য খাদ্য সহায়তা অব্যাহত রেখেছে সংস্থাটি।
এ মাহামারিতে মানুষের মানসিক সহায়তা বিষয়ক সেবা প্রদানের জন্য একটি মনস্তাত্ত্বিক সহায়তা সেল চালু রেখেছে রেড ক্রিসেন্ট সোসাইটি।
সপ্তাহের রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা মধ্যে যে কেউ ০১৮১১-৪৫৮৫৪১ এবং ০১৮১১-৪৫৮৫৪২ নাম্বারে কল করে বিশেষজ্ঞের কাছ থেকে যেকোনো পরামর্শ এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিতে পারবেন।
লিফলেটের পাশাপাশি রেড ক্রিসেন্ট সোসাইটি মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখতে উদ্বুদ্ধ করতে মানুষের মাঝে সাবান ও হ্যান্ড স্যানিটাইজার, ফেস মাস্ক এবং ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) বিতরণ করছে।