প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কোভিড-১৯ সংক্রমণ মোকাবিলায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।
তিনি বলেন, ‘এটি সত্যিই এক বিস্ময়কর অর্জন। সরকার এবং জনগণের আন্তরিক প্রচেষ্টার ফল এটি।’
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ‘ডিকাব টক’ অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত এ কথা বলেন।
ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) এই অনুষ্ঠানের আয়োজন করে।
আরও পড়ুন: বাংলাদেশিদের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার জাপানের
অনুষ্ঠানে ডিকাব সভাপতি পান্থ রহমান এবং সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিন বক্তব্য দেন।
বাংলাদেশে ৩ মিলিয়ন ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা সরবরাহের বিষয়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রদূত বলেন, টিকার সেই সব ডোজ কার্যকরভাবে ব্যবহার করা হয়েছে।
কোভিড-সংক্রান্ত যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আগামী দিনে বাংলাদেশকে আরও সহায়তার আশ্বাস দেন তিনি।
বাংলাদেশে বৃহৎ পরিসরের অবকাঠামোগত উন্নয়নে জাপানের অবদান প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, পাঁচ বছরের ব্যবধানে অবকাঠামোগত পরিস্থিতির অনেক পরিবর্তন হবে।
আরও পড়ুন: বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মাধ্যমে বিনিয়োগ বাড়াতে চায় জাপান
রাষ্ট্রদূত নাওকি আশা প্রকাশ করেন যে, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) ফলে বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি জাপান থেকে এফডিআই প্রবাহ বৃদ্ধি পাবে।
রোহিঙ্গা ইস্যুতে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা নিয়ে ভবিষ্যদ্বাণী করা খুবই কঠিন জানিয়ে তিনি বলেন, ‘প্রত্যাবাসন খুবই গুরুত্বপূর্ণ। জাপান মিয়ানমারের সাথে প্রত্যাবাসনের বিষয়টি উত্থাপন করবে।’
এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে হবে বলেও জানান তিনি।