রবিবার রাজধানীতে একটি অনুষ্ঠানে অংশ নেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেন, ‘আমাদের অবশ্যই সহযোগিতা ও অংশীদারিত্বের ভিত্তিতে একসাথে কাজ করা উচিত, যাতে আমরা এই সমস্যাটি মোকাবিলা করতে পারি, এটাই (আমাদের) বার্তা।’
‘পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়া করোনাভাইরাস এবং জলবায়ু পরিবর্তনের মতো সমস্যাগুলো মোকাবিলায় যৌথ প্রচেষ্টার প্রয়োজন হয়,’ যোগ করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী জানান, ভিডিও কনফারেন্সে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভিডিও কনফারেন্সটি বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টা এবং ভারতীয় সময় ৫টায় শুরু হওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, করোনাভাইরাস মোকাবিলায় সমন্বিতভাবে শক্তিশালী পদক্ষেপ নেয়ার জন্য গত শুক্রবার দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) অন্তর্ভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ড. মোমেন বলেন, ভিডিও কনফারেন্সে পাকিস্তানের স্বাস্থ্য উপদেষ্টা তার দেশের প্রতিনিধিত্ব করবেন এবং অন্যান্য সাত সার্কের সরকার বা রাষ্ট্রপ্রধানরা ভিডিও কনফারেন্সে যোগ দেবেন।
এ যৌথ ভিডিও কনফারেন্সের বিষয়টি নিশ্চিত করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার শনিবার টুইটে বলেন, ‘অভিন্ন মঙ্গলের জন্য একসাথে হচ্ছি!’
টুইটে তিনি আরও বলেন, ‘করোনাভাইরাস মোকাবিলায় শক্তিশালী কৌশল গ্রহণের জন্য সার্কভুক্ত দেশগুলোর নেতাদের প্রতি আমি প্রস্তাব জানাতে চাই যে, নিজ দেশের নাগরিকদের সুস্থ রাখার উপায়গুলো নিয়ে আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করতে পারি। একসাথে, আমরা বিশ্বের কাছে একটি উদাহরণ স্থাপন করতে পারি এবং স্বাস্থ্যকর একটি পৃথিবী গঠনে অবদান রাখতে পারি।’
একই সময়ে অন্য এক টুইট বার্তায় মোদি বলেন, ‘পুরো বিশ্ব এখন করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে এবং বিভিন্ন স্তরে সরকার ও জনগণ এ ভাইরাস মোকাবিলায় যথাসাধ্য চেষ্টা করছে। দক্ষিণ এশিয়া, যা বিশ্বের উল্লেখযোগ্য সংখ্যক মানুষের আবাসস্থল, সেখানে আমাদের নাগরিকদের সুস্থতা নিশ্চিত করতে কোনো রকম কৃপণতা করা উচিত নয়।’