করোনা রোগীদের চিকিৎসা সেবা উন্নয়নে এবং ভাইরাসের সংক্রমণ রোধে মঙ্গলবার বাংলাদেশকে বেশ কিছু চিকিৎসা সরঞ্জাম দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
সরঞ্জামের মধ্যে রয়েছে- ১৪টি ভেন্টিলেটর, ২৪টি রেসপাইরেটর (অক্সিজেন বহনকারী), ৫৭টি পালস অক্সিমিটার এবং বয়স্ক ও শিশুদের জন্য ১২টি ল্যারিনগোস্কোপ সেট।
এডিবি ঢাকা কার্যালয়ের এক্সটার্নাল বিষয়ক প্রধান গোবিন্দ বার ও সিনিয়র স্যোসাল সেক্টর অফিসার এসএম এবাদুর রহমান স্বাস্থ্য অধিদপ্তরে স্বাস্থ্য বিভাগের সচিব আসাদুল ইসলামের কাছে এসব চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন।
প্রসঙ্গত, করোনাভাইরাস মোকাবিলায় গত ২৭ মার্চ বাংলাদেশকে সাড়ে তিন লাখ মার্কিন ডলার জরুরি সহায়তা অনুমোদনের পর এ সহায়তা দিল এডিবি।