করোনায় প্রাণ হারালেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের অধ্যাপক ড. আকরাম হোসাইন মজুমদার। সোমবার দিবাগত রাত ১টার দিকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ সূত্রে জানা যায়, কয়েকদিন আগে অধ্যাপক আকরাম হোসেন মজুমদার এবং তার সহধর্মিণী একই বিভাগের শিক্ষিকা ড. মাকসুদা আক্তার মুনিয়াসহ তার দুই সন্তান করোনায় আক্রান্ত হন।
পরে কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন অধ্যাপক ড. আকরাম হোসাইন মজুমদার। শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৬ জুলাই তাকে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।
পড়ুন: কুমিল্লায় একদিনে সর্বোচ্চ ৮৩৬ শনাক্ত, মৃত্যু ১০
পরবর্তীতে তার শারীরিক অবস্থা ক্রমশ আরও খারাপের দিকে যেতে থাকলে রবিবার থেকে লাইফ সাপোর্টে রাখা হয়। সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে সোমবার দিবাগত রাতে তিনি মারা যান।
ড. আকরাম হোসাইন মজুমদার আইন বিভাগের সভাপতি, আইন অনুষদের ডিন এবং সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্টের দায়িত্ব পালন করেন।
পড়ুন: টোকিও অলিম্পিকের শূণ্য গ্যালারিতেই উদ্দীপনা খুঁজছেন খেলোয়াড়রা
ক্যাম্পাসের বাসে বাড়ি ফিরছে ইবি শিক্ষার্থীরা