গত এক বছরে করোনার মতো অতিমারির মধ্যেও প্রশিকা এক হাজার ৪৫০ কোটি টাকার ক্ষুদ্র ঋণ বিতরণ করেছে। প্রায় চার লাখ মানুষের আয় ও কর্মসংস্থান সৃষ্টি করেছে। চলতি অর্থ বছরে দুই হাজার ৮০০ কোটি টাকার বাজেট প্রণয়ন করেছে। ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে আগামী অর্থ বছরে প্রায় ছয় লাখ মানুষের আয় ও কর্মসংস্থান সৃষ্টি হবে। যার ৮০ শতাংশই নারী উদ্যোক্তা।
শনিবার সকালে আগারগাঁও এনজিও বিষয়ক ব্যুরো মিলনায়তনে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের আয়োজনে আর্থিক প্রবৃদ্ধি অর্জন ও সামাজিক সুরক্ষা সেবা কার্যক্রমের তিন দিনব্যাপী বার্ষিক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে এই তথ্য তুলে ধরা হয়।
প্রথম দিন সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের এমপি মমতাজ বেগম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (গ্রেড-১) কে. এম. তারিকুল ইসলাম; ক্রেডিট এন্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ) এর চেয়ারম্যান মুর্শেদ আলম সরকার, সেন্টার ফর ডিজেএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)-এর নির্বাহী পরিচালক এ.এই.এম নোমান খান; প্রশিকার গর্ভানিং বডির ভাইস চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম।
কর্মশালায় সাতটি বিভাগের ৫৪টি জেলার ৩৪০টি উপজেলা থেকে এলাকা ব্যবস্থাপক, বিভাগীয় ব্যবস্থাপক, কেন্দ্রীয় ব্যবস্থাপক, বিভিন্ন কর্মসূচির সমন্বয়কারী, উপ- পরিচালক, পরিচালক, উর্ধ্বতন কর্মকর্তারাসহ প্রায় পাঁচ শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রশিকার গর্ভানিং বডির চেয়ারম্যান বিশিষ্ট কবি ও সাহিত্যিক রোকেয়া ইসলাম। সভায় স্বাগত বক্তব্য দেন প্রশিকার প্রধান নির্বাহী সিরাজুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রশিকার উপপরিচালক মো. সালাউদ্দিন মিলন।
সিরাজুল ইসলাম বলেন, বাংলাদেশের দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টি, তথা তৃণমূল মানুষের উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্যে প্রশিকা ১৯৭৬ সাল থেকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ, লালন ও রক্ষা করে আসছে।
প্রশিকার আর্থিক কর্মসূচির পাশাপাশি বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি রয়েছে যেমন, নারী সমাজ উন্নয়ন ও ক্ষমতায়ন কর্মসুচি, সামাজিক বনায়ন কর্মসূচি, মাদকাসক্তি প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি কর্মসূচি, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচি, গণসাংস্কৃতিক কর্মসূচি, আইনি সহায়তা কর্মসূচি, প্রতিবন্ধি মানুষের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে। ২৩, ২৪ ও ২৫ জুলাই আর্থিক প্রবৃদ্ধি অর্জন ও সামাজিক সুরক্ষা সেবা কার্যক্রমের বিগত বছরের অর্জন এবং চলতি অর্থ-বছরের বাজেট উপস্থাপিত হবে। প্রধান নির্বাহী সিরাজুল ইসলাম প্রশিকার কার্যক্রম বাস্তবায়নে উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং তিনি আরও বলেন ‘ঘুরে দাঁড়িয়েছে প্রশিকা। সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা পেলে প্রশিকা তার হারানো গৌরব দ্রুতই ফিরে পাবে।’
আরও পড়ুন: ময়মনসিংহ হাইটেক পার্ক তরুণ প্রজন্মের কর্মসংস্থানের ঠিকানা: পলক