করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মাঝে গত ২৪ ঘণ্টায় দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৬১ জনের মৃত্যু হয়েছে। এসময় করোনা শনাক্ত হয়েছে আরও ৮ হাজার ১৩৬ জনের।
শনিবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুসারে, নতুন মৃত্যুসহ দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৪১১ জনে। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৪৩ হাজার ৩৯৬ জন।
আরও পড়ুনঃ খুলনা বিভাগে একদিনে আরও ৩৯ মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ৩১ হাজার ৭১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই সময় শনাক্তের হার শতকরা ২৫.৬৫ শতাংশ। মৃত্যুর হার ১.৬৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ১৬ লাখ ৩৮৩ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১১ লাখ ৮৮ হাজার ৮২০ জন। দেশে সুস্থতার হার ৮৮. ৪৯ শতাংশ।
আরও পড়ুনঃ করোনায় রামেক হাসপাতালে আরও ১২ মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১০১ জন, খুলনা বিভাগে ৪৫ জন, চট্টগ্রামে ৬২ জন, রংপুরে ১০ জন, বরিশালে ১২ জন, সিলেটে ৭ জন, রাজশাহীতে আট জন এবং ময়মনসিংহে ১৬ জন মারা গেছেন।