রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চার জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন আরও পাঁচজন। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় মারা গেছেন আরও তিনজন।
শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
আরও পড়ুন: করোনা ও উপসর্গে কুষ্টিয়ায় আরও ৯ মৃত্যু
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছে ৪৩ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৯ জন। শনিবার সকাল ৬টা পর্যন্ত করোনা ইউনিটের ৫১৩ বেডের বিপরীতে রোগী ভর্তি আছেন ৪০৭ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ২০ জন।
আরও পড়ুন: স্বামীর মৃত্যু শোকে ডাক্তার, নার্সদের ছুরিঘাতের চেষ্টা
করোনা ইউনিটে চিকিৎসাধীনদের মধ্যে ২০৩ জন করোনা রোগী রয়েছেন। উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১৩৩ জন। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলাতায় চিকিৎসাধীন রয়েছেন ৭১ জন।