দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৬ হাজার ৯৭২ জনে। একই সময়ে ১ হাজার ৯৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৩২ হাজার ৩৬৬ জনে দাঁড়িয়েছে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: করোনা: ফরিদপুরে আরও ২ মৃত্যু
এর আগে রবিবার অধিদপ্তর জানিয়েছিল, আগের ২৪ ঘণ্টায় ৫১ জনের মৃত্যু ও এক হাজার ৮৭১ জনের করোনা শনাক্ত হয়েছিল।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৩৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এসময় শনাক্তের হার ৭.৬৯ শতাংশ। দেশে মৃত্যুর হার ১.৭৬ শতাংশ। এই পর্যন্ত সুস্থ হয়েছে ১৪ লাখ ৮২ হাজার ৯৩৩ জন। দেশে সুস্থতার হার ৯৬.৭৭ শতাংশ।
আরও পড়ুন: খুলনায় চিকিৎসকসহ করোনায় ৭ মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১৪ জন, খুলনা বিভাগে ছয় জন, চট্টগ্রামে ১৪ জন, বরিশাল ও সিলেটে একজন, রাজশাহীতে তিনজন, ও মংমনসিংহে দুইজন মারা গেছেন।