করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত দুই বছরে ১০৬ জন পুলিশ সদস্য মারা গেছেন বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।
তিনি বলেন, ‘এছাড়া সাত হাজারের বেশি পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তারা সুস্থ হয়ে দেশের সেবা ও জনগণের কল্যাণে পুনরায় যুক্ত হয়েছেন।’
রবিবার রাজধানীর মিরপুরের পুলিশ স্টাফ কলেজে পুলিশ মেমোরিয়াল উদ্বোধন শেষে এসব কথা বলেন পুলিশ প্রধান।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার স্বপক্ষে প্রথম প্রতিরোধ করেছিল বাংলাদেশ পুলিশের সদস্যরা।
আরও পড়ুন: সিরাজগঞ্জে অটোরিকশা উল্টে পুলিশসহ আহত ৫
আইজিপি বলেন, ‘এরপর থেকে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গঠিত বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা প্রতি বছর জনগণের সেবায়, নিরাপত্তায়, এ দেশের শৃঙ্খলা ও স্থিতিশীলতার জন্য নিজেদের উৎসর্গ করে আসছেন।’
তিনি বলেন, ‘সশস্ত্র বাহিনী যুদ্ধাবস্থায় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় লড়াই করে। শান্তির সময়েও পুলিশ সর্বদা যুদ্ধে নিয়োজিত থাকে। যারা সমাজ ও রাষ্ট্রের ধ্বংসে লিপ্ত তাদের বিরুদ্ধে এই যুদ্ধ।’
তিনি বলেন, ‘যেখানে যুদ্ধ আছে, সেখানে মৃত্যুর আশঙ্কা রয়েছে। আমরা প্রতি বছর আমাদের সহকর্মীদের হারাই। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের নিরাপত্তা দিতে তারা শহীদ হন।’
আরও পড়ুন: পুলিশকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ ডিএমপি কমিশনারের
আইজিপি বলেন, ‘যখন আমাদের একজন পুলিশ সদস্য তার জীবন উৎসর্গ করেন তখন আমরা একজনকেই হারাই না। আমরা আমাদের একজন সহকর্মী, কমরেড ও বন্ধুকে হারাই।’
একইসঙ্গে তাদের পরিবার হারায় তাদের প্রিয়জনকে, যোগ করেন তিনি।