ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাবেক সংবাদ পাঠক, অভিনেতা ও বাচিকশিল্পী কাফি খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
এক শোকবার্তায় ড. মোমেন বলেন, কাফি খান ছিলেন এক জীবন্ত কিংবদন্তি।
পররাষ্ট্রমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আরও পড়ুন: ভয়েস অব আমেরিকার সাবেক সংবাদ পাঠক কাফি খান আর নেই
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার আর্লিংটনে ভার্জিনিয়া সেন্টার হাসপাতালে বৃহস্পতিবার বিকালে কাফি খান (৯২) মারা যান। তিনি দীর্ঘদিন প্রোস্টেট ক্যান্সারে ভুগছিলেন।
মৃত্যুকালে কাফি খান দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
কাফি খান ১৯৬৬ সালে ভয়েস অব আমেরিকায় যোগ দেন এবং ১৯৯৪ সালে অবসর নেন।
৬০ এর দশকে তিনি মঞ্চনাটকে অভিনয় ছাড়াও ঢাকার বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন।