সাশ্রয়ী মূল্যে কার্যকর অ্যান্টিবায়োটিক এবং অন্যান্য চিকিৎসা সুবিধায় ন্যায়সঙ্গত প্রবেশাধিকার নিশ্চিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব নেতাদের প্রতি প্রযুক্তি বিনিময় ও অংশীদারিত্বের ভিত্তিতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, ‘আসুন আমরা এই সময়ে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) প্রতিরোধে অংশীদারিত্বের ভিত্তিতে বিনিয়োগ করি।’
মঙ্গলবার অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) বিষয়ক গ্লোবাল লিডারস গ্রুপের (জিএলজি) দ্বিতীয় সভায় আগে থেকে ধারণ করা ভাষণে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, ‘এএমআর চ্যালেঞ্জে মোকাবিলায় বিভিন্ন সেক্টরে ধারাবাহিক পদক্ষেপ প্রয়োজন। এই বিষয়ে কর্মপরিকল্পনা চূড়ান্ত হয়েছে দেখে আমি সন্তুষ্ট। ওয়ান হেলথ প্রস্তাবসহ বহুখাতের ন্যাশনাল অ্যাকশন প্ল্যানে অর্থায়ন ও বাস্তবায়নে জন্য জিএলজির অগ্রাধিকারকে সমর্থন দিতে পেরেও আমি আনন্দিত।’
আরও পড়ুন: প্রধানমন্ত্রী নির্দেশনা দিলেই স্কুল খুলতে প্রস্তুত আছি: গণশিক্ষা প্রতিমন্ত্রী
শেখ হাসিনা বলেন, ‘আমরা বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে জিএলজির কাজের পরিধি বাড়ানোর জন্য আমাদের ভূমিকা পালন করব।’
এসময় প্রধানমন্ত্রী জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন, গবেষণা ও উন্নয়ন এবং নতুন উদ্ভাবনে ন্যায়সঙ্গত প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য পর্যাপ্ত তহবিল প্রাপ্তি নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
নিজের দেশ সম্পর্কে কথা বলতে গিয়ে শেখ হাসিনা বলেন, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কন্টেন্টমেন্টের ওপর বাংলাদেশ একটি ছয় বছরের (২০১৭-২২) জাতীয় কৌশলগত পরিকল্পনা এবং জাতীয় কর্ম পরিকল্পনা তৈরি করেছে। বাংলাদেশে এএমআর রেসপন্স এলায়েন্স গঠন করা হয়েছে।
আর পড়ুন: নিউমোনিয়া আক্রান্ত শিশুদের অ্যান্টিবায়োটিক কাজ করছে না: আইসিডিডিআর,বি