বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, তার কমিশন কিছু রাজনৈতিক দলের আস্থা অর্জন করতে না পারলেও গত পাঁচ বছরের কাজে তারা মোটেও বিব্রত নন।
তিনি বলেন, ‘কেউ শতভাগ সফল হতে পারে না। আমরাও পারিনি।’
সোমবার রাজধানীর নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আজই বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদের শেষ দিন ছিল।
সিইসি বলেন, ‘আমরা সম্পূর্ণ নিরপেক্ষ মনোভাব নিয়ে আইনানুগ নির্বাচন পরিচালনা করেছি। কিছু জায়গায় বিচ্যুতি ছিল। বিভিন্ন স্থানে অনেক ভোটারকে হত্যা করা হয়েছে...যা আমাদের ব্যর্থতা। এখন আমরা দেখেছি কিছু রাজনৈতিক দল আমাদের প্রতি খুশি ও সন্তুষ্ট নয়। আমরা তাদের আস্থা অর্জন করতে পারিনি।’
আরও পড়ুন: সিইসি ও ইসি পদে ১০ জনের নাম প্রস্তাব আ. লীগের
অবসরে যাওয়ার পর সমাজে তাদের কার্যক্রমের জন্য বিব্রত হবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘মোটেও না। মোটেও না। আইন-কানুন অনুযায়ী নির্বাচন আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করেছি আমরা।’
নূরুল হুদা বলেন, ‘নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির কোনো অভাব রাখিনি। আমরা নিরপেক্ষ থেকে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করেছি। কাজেই কোনো বিব্রতবোধ নেই, কোনো দুর্বলতা নেই।’
সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম ও কবিতা খানম উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সিইসির বিরুদ্ধে জোনায়েদ সাকির আদালত অবমাননার মামলা
তবে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী করোনায় আক্রান্ত হওয়ায় সংবাদ সম্মেলনে উপস্থিত হতে পারেননি। এছাড়া আরেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার পরে পৃথকভাবে তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।