কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়সহ কোটবাড়ী এবং কুমিল্লা নগরীর ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা শুরু হয়।
এই শিক্ষাবর্ষের ৩টি ইউনিটের ৬টি অনুষদের অধীনে মোট ১ হাজার ৪০টি আসনের বিপরীতে ৬৮ হাজার ৭৭ জন পরীক্ষার্থী আবেদন করেছেন।
পরীক্ষার সময়সূচি অনুযায়ী, শুক্রবার সকালে ‘ক’ ইউনিটের অনুষ্ঠিত হয়। একইদিন বিকালে ‘খ’ ইউনিটের পরীক্ষা হবে। এছাড়া শনিবার সকালে ‘গ’ ইউনিটের পরীক্ষা হবে।
পরীক্ষা উপলক্ষে কেন্দ্রগুলোতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কুবি উপাচার্য প্রফেসর ড. ইমরান কবির চৌধুরী পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন।