সিরাজগঞ্জ জেলার সমস্ত উপজেলার ১৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির ৭৪৭ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা সনদ দিয়েছে মানবকল্যানমুখী ফাউন্ডেশন খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন (কেএমআরএফ)।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে কামারখন্দ উপজেলার চৌবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা সনদ দেওয়া হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রধান অতিথি খাজা টিপু সুলতান শিক্ষর্থীদের হাতে বৃত্তি ও সম্মাননা সনদ তুলে দেন।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘ভালো মানুষ হতে হলে শুধুমাত্র ভালো রেজাল্টই যথেষ্ট নয়, সত্যিকারের সৎ জীবনযাপন জরুরি। জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা ও দায়িত্ববোধের সঙ্গে চলতে হবে। এছাড়া জীবনে চলার ক্ষেত্রে হিসাব করে চলতে হবে। এই বয়স থেকেই জবাবদিহি, নিষ্ঠা, দায়িত্ববোধ, হিংসা থেকে একেবারে সরে আসা; পরনিন্দা-পরচর্চা না করা, মিথ্যা না বলা, হালাল-হারাম বেছে চলার অনুশীলন করতে হবে।’
তিনি বলেন, ‘যত বেশি জবাবদিহির আওতায় নিজেকে সোপর্দ করবে, দায়িত্বশীল হবে, তত বেশি আলোকিত মানুষ হতে পারবে।’