এডিবির আরবান হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রকল্পের আওতায় সারা দেশে নয় সিটি করপোরেশন এবং চার পৌরসভায় থাকা স্বাস্থ্য কেন্দ্রগুলো শহুরে দরিদ্রদের প্রাথমিক স্বাস্থ্যসেবা সরবরাহ করছে বলে সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, ‘কোভিড-১৯ মহামারি মোকবিলায় এবং জনগণকে স্বাস্থ্য সম্পর্কিত পরিষেবা সরবরাহে সরকারের প্রচেষ্টা আরও জোরদার করতে এ অনুদান দিতে পেরে আমরা আনন্দিত।’
তিনি আরও বলেন, এ উদ্যোগ বাংলাদেশের নগর স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে শহরের ৮০ লাখেও বেশি দরিদ্র মানুষকে কোভিড এবং নন-কোভিড স্বাস্থ্যসেবা সরবরাহের মডেল হিসেবে কাজ করবে। এ কর্মসূচি কোভিড-১৯ প্রতিরোধ ও সংক্রমণ ঠেকাতে সচেতন করবে এবং স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের রোগী শনাক্ত ও চিকিৎসাসেবা দিতে সহায়ক হবে।
এর আগে, গত ১১ মে করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির সামাজিক ও অর্থনৈতিক প্রভাব কমানোর প্রচেষ্টা জোরদার করতে এডিবির সাথে ৫০ কোটি ডলার ঋণ চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ সরকার।