সিলেট, ১১ মে (ইউএনবি)- সিলেটের কোম্পানীগঞ্জে মিলাদ পড়া নিয়ে সংঘর্ষে বাবুল মিয়া (৩৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
শনিবার সকালে উপজেলার ফেদারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবুল স্থানীয় ইউপি সদস্য চাঁন মিয়ার ছোট ভাই।
স্থানীয়রা জানান, শুক্রবার জুমার নামাজের পর মসজিদে দাঁড়িয়ে মিলাদ পড়া নিয়ে চাঁন মিয়ার সাথে ইন্তাজ আলী পক্ষের বাগবিতণ্ডা হয়। ঘটনার জেরে শনিবার সকাল ৮টার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই বাবুলের মৃত্যু হয়।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।