কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কৃষিখাতে চলমান ভর্তুকি অব্যাহত রাখবে।
শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাংলাদেশ সীড কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্যে ড. রাজ্জাক এ কথা বলেন।
তিনি বলেন, বৈশ্বিক বাজারে সারসহ কৃষিসংশ্লিষ্ট সব পণ্যের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তারপরও সরকারের দেয়া ভর্তুকির কারণে দেশে সারের দাম এক পয়সাও বাড়েনি।
মন্ত্রী আরও বলেন, ‘নিম্নমানের বীজ নিয়ে এখনো অনেক অভিযোগ রয়েছে। মাঠ পর্যায় থেকে খবর পেয়েছি যে চারা অর্ধেক বেড়ে ওঠেনি। এখনো কিছু সংস্থার কৃষকদের প্রতারিত করার প্রবণতা রয়েছে।’
তিনি বলেন, অনেক সময় নিম্নমানের বীজ কিনে কৃষকরা প্রতারিত হন। এতে, একদিকে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে উৎপাদন ব্যাহত হচ্ছে।
আরও পড়ুন: জনগণই আওয়ামী লীগের পাহারাদার: কৃষিমন্ত্রী
একটি জরিপের উদ্ধৃতি দিয়ে মন্ত্রী বলেন, মানসম্মত বীজ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হলে ধানের উৎপাদন ২১ লাখ টন বাড়ানো সম্ভব।
অনুষ্ঠানে কৃষি সচিব ওয়াহিদা আক্তার, আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক জ্যান বেইলি, এফএও'র বাংলাদেশ প্রতিনিধি রবার্ট সিম্পসন, এশিয়া অ্যান্ড প্যাসিফিক সিড অ্যাসোসিয়েশনের সভাপতি মনিশ প্যাটেল, ইন্টারন্যাশনাল সিড ফেডারেশনের সাধারণ সম্পাদক মাইকেল কেলার প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বীজ সমিতির সভাপতি এম আনিস উদ দৌলা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সাত্তার মন্ডল দেশের বীজ পরিস্থিতি নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
তিনি বলেন, ভালো মানের বীজ সরবরাহের ফলে ইতোমধ্যে ফলন বেড়েছে ৮-১০ শতাংশ। ভালো মানের বীজ সরবরাহ করতে পারলে বছরে ২১ লাখ মেট্রিক টন চালের উৎপাদন বাড়ানো সম্ভব।
বেসরকারি খাতে বীজ উৎপাদন এবং বাণিজ্যকে উৎসাহিত করতে কৃষি মন্ত্রণালয় ও বাংলাদেশ বীজ সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে।
আরও পড়ুন: সার ও বীজের দাম বাড়বে না: কৃষিমন্ত্রী