স্বৈরশাসক এইচএম এরশাদের ১৯৯০ সালের পতন উপলক্ষে শুক্রবার দেশে পালিত হয়েছে গণতন্ত্র দিবস।
সামরিক শাসক এরশাদ গণ-আন্দোলনের মুখে বাধ্য হয়ে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পদত্যাগ করে রাষ্ট্র ক্ষমতা তত্ত্বাবধায়ক সরকারের কাছে হস্তান্তর করেন। যার মাধ্যমে তার ৯ বছরের স্বৈরাচারী শাসনের অবসান হয়, যে ক্ষমতা তিনি ১৯৮২ সালের ২৪ মার্চ এক অভ্যুত্থানের মাধ্যমে দখল করেছিলেন।
বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানা অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপন করেছে।