গাইবান্ধা, ০৪ অক্টোবর (ইউএনবি)- জেলার গোবিন্দগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে কিডনি ক্রয়-বিক্রয় চক্রের এক সদস্যকে আটক করেছে।
আটক আব্দুর রহিম উদ্দিন (৩৭) তেলিহার গ্রামের মৃত ছহির উদ্দিনের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, রাজাহার ও শাখাহার ইউনিয়নের কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে রহিমকে আটক করা হয়।
তিনি এলাকার গরিব মানুষদের টাকার লোভ দেখিয়ে কিডনি বিক্রি করতে উৎসাহিত করতেন। পরে তাদের দেশে ও দেশের বাইরে নিয়ে গিয়ে কিডনি বিক্রি করে দেয়া হত।
এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর পুলিশ প্রশাসন মাঠে নামে এবং গোপন সংবাদের ভিত্তিতে রহিমকে আটক করে বলে জানান ওসি।