দেশের শীর্ষ মোবাইল নেটওয়ার্ক অপারেটর গ্রামীণফোনের নতুন করে সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। মানসম্পন্ন সেবা দিতে না পারায় এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
বুধবার এ ব্যাপারে নির্দেশনাও দিয়েছে বিটিআরসি।
এ নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গ্রামীণফোনের নতুন কোন সিম বিক্রি করা যাবে না।
এ বিষয়ে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ইউএনবিকে জানান, গ্রামীণফোন কোয়ালিটি ফল করছে, দীর্ঘদিন যাবৎ তাদেরকে বিষয়টি বলা হচ্ছিল। কিন্তু তারা বিষয়টি আমলে নিচ্ছে না। এ বিষয়ে তাদের কোনো প্রচেষ্টাও দেখছি না। বলতে পারেন এখন বাধ্য হয়েই সিম বিক্রি বন্ধে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, আমরা চাই না নতুন করে গ্রাহক সিম কিনে ভোগান্তিতে পরুক।
আরও পড়ুন: গ্রামীণ ফোনের কল ড্রপ সবচেয়ে বেশি: বিটিআরসি চেয়ারম্যান