ঢাকা, ২৭ আগস্ট (ইউএনবি)- দুর্নীতির অভিযোগে মঙ্গলবার পাবনা সদরের সাব-রেজিস্ট্রার মো. ইব্রাহিম আলীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বেলা সাড়ে ৩টার দিকে পাবনা শহরের পোস্ট অফিস এলাকা থেকে দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক শেখ গোলাম মাওলার নেতৃত্বে একটি বিশেষ টিম তাকে গ্রেপ্তার করে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।
ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ হস্তান্তর/রূপান্তর করে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ৩৮ লাখ ১৪ হাজার ৯২৫ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগে ইব্রাহিমের বিরুদ্ধে রাজধানীর দারুস সালাম থানায় গত বছরের ১৫ অক্টোবর মামলা করেন দুদকের সহকারী পরিচালক শেখ গোলাম মাওলা।
আদালতের আদেশের মাধ্যমে গত মার্চে তার দুর্নীতি সংক্রান্ত স্থাবর সম্পদ ক্রোক ও অস্থাবর সম্পদ ফ্রিজ করা হয়।