ঘূর্ণিঝড় আম্পান মোকাবিলায় উপকূলীয় এলাকার মানুষদের আজ রাত ৮টার মধ্যে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হবে এবং ইতোমধ্যে অনেককে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।
তিনি বলেন, করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্ব হিসেবে আশ্রয়কেন্দ্রে একজন থেকে আরেকজনকে ১ মিটার দূরে থাকতে হবে।
মঙ্গলবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে আন্তমন্ত্রণালয় সভা শেষে অনলাইন ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন
এনামুর রহমান বলেন, ‘আগামীকাল ২০ মে সকাল ৬টায় এ ঘূর্ণিঝড় আঘাত আনবে। ঘূর্ণিঝড় মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে।’
উপকূলীয় এলাকায় মোট ১২ হাজার ৭৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এসব আশ্রয়কেন্দ্রে মোট ৫১ লাখ ৯০ হাজার ১৪৪ জনকে রাখার সক্ষমতা রয়েছে। তবে করোনার কারণে আশ্রয়কেন্দ্রগুলোতে দূরত্ব বজায় রাখার জন্য ২০ থেকে ২২ লাখ লোককে আনা হবে।